ফাইনালে বন্ধুর টানে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা কে সর্মথন করতে চলেছেন ব্রাজিল সুপার-ষ্টার নেইমার।
পৃথিবীর সবচেয়ে মধুর সর্ম্পক টা তো বন্ধুতের।
এই সর্ম্পকের কাছে হার মেনে যায় পৃথিবীর সব কিছু।
বেঁচে থাকতে যেমন প্রোয়জন আক্সিজেন তেমন জীবনে খুব করে প্রোয়জন একজন বন্ধু।।
আর ব্রাজিলিয়ান সুপার-ষ্টার নেইমার লিওনেল মেসির বন্ধুত্বের কথা কে বা না জানে।
মেসি-নেইমারের বন্ধুত্বের কাছে হার মেনে যায়, ব্রাজিল-আর্জেন্টিনার রাইভ্যালরিও।
ঠিক যেমন উইলিয়াম সেক্সপিওরের উপন্যাস, রোমিও জুলিয়েটে।
রোমিও জুলিয়েটের বন্ধুত্বের কাছে হার মানতে বাধ্য দুই বংশের শক্রুতা।
মেসি-নেইমারের বন্ধুত্বও যেনো তারই প্রতিচ্ছবি।।
২০২৪ কোপা-আমেরিকার ফাইনালে কলোম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
লিওনেল মেসির সম্ভবত শেষ মেজর টুর্নামেন্টের ম্যাচ হতে চলছে সেটি।।
তাই জাতীয় দলের জার্সি তে, সম্ভব্য শেষ ফাইনালে রাঙিয়ে দিতে ট্রফি জিততে ঢেলে দিবেন নিজের সবটা।
তবে কাজ টা তো মোটেও সহজ হচ্ছে না, কারণ ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ২৮ ম্যাচ, অপরাজিত থাকা এবং টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলা কলোম্বিয়া।।
টুর্নামেন্ট জুড়ে হাই-প্রেসিং ফুটবলে রিওস আরিয়াস জেমস রদ্রিগেজরা প্রতিপক্ষ কে, একের পর
ধরাশয়ী করে চলছে।।
তাই আর স্নায়ু বিভশ করা ফাইনাল দেখতে চলেছে হয়তো ফুটবল বিশ্ব।
কিন্তুু ফাইনালে ব্রাজিলিয়ান সর্মথন করবেন কাকে?
অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীতার কথা ভেবে কলোম্বিয়া কে!
কিন্তুু নেইমার ভুলে গেলেন চীর বৈরিতা, বন্ধু মেসির টানে ফাইনালে নেইমার মাঠে বসে সর্মথন করবেন আর্জেন্টিনা কে।
যেটা ব্রাজিল ইতিহাসে একেবারে দুর্লভ ব্যাপার।
এর আগে কোন ব্রাজিলিয়ান, আর্জেন্টিনা কে সর্মথন করছেন সেটা হয়তো খুঁজে পাওয়া যাবে না।
তবে এবার নেইমার করছেন, সে ইতিহাস রচনা।
মূলত বন্ধু লিওনেল মেসির টানে, আর্জেন্টিনা কে সর্মথন দিতে প্রস্তুুত নেইমি। এবং লিওনেল মেসির হাতে আর একটা ট্রফি দেখতে চান নেইমার।
এমনকি মেসির সাথে টুর্নামেন্টে চলাকালে হোট্যাস আপেও যোগাযোগ রেখেছেন নিয়ম করে।
এক সাক্ষাৎকারে নেইমি, বলেছেন: আমি কোপা আমেরিকা থেকে ব্রাজিল বাদ পড়ে যাবার পরে আমি আর্জেন্টিনা কে সর্মথন দিচ্ছি। এমনকি কলোম্বিয়ার বিপক্ষে ফাইনালে আমি মেসির জন্য আর্জেন্টিনা কে সর্মথন দিবো।
এই টুর্নামেন্ট দিয়ে সম্ভবত ওর শেষ হচ্ছে তাই আমি চাই মেসি এই টুর্নামেন্ট জিতুক। এবং শেষ টা সুন্দুর হোক।
এছাড়াও সেখানে মেসির জাতীয় দলের অতীত নিয়ে কথা বলেছেন। মেসির অতীতে জাতীয় দলের জার্সি তে বারবার ফাইনাল হারের সে তিক্ত দিনগুলোর কথাও স্মরণ করেছেন।
নেইমার বলেছেন, মেসির জাতীয় দলের কষ্টের দিনগুলোর গল্প আমরা সবাই জানি।
তাই বর্তমানের এই দিনগুলো মেসি ডির্জাভ করে।
নেইমারের আর্জেন্টিনা কে সর্মথন করায়, স্পষ্টত ফুটে উঠে নেইমারের ব্যাক্তিত, বন্ধুর প্রতি ভালোবাসা।
চলমান কোপা-আমেরিকা থেকে ইনজুরির কারনে ছিটকে গিয়েছিলো ব্রাজিল দল থেকে।
আর নেইমারের অভাব মাঠের ফুটবলে হাড়েহাড়ে টের পেয়েছে সেলেসাওরা।।
অবশ্য নেইমার খেলতে না, পারলেও গ্রুুপ পর্বের ম্যাচ গুলো তে ব্রাজিল কে গ্যালারিতে বসে সর্মথন করেছেন নিয়মিত।।