স্বস্তির বাতাস ব্রাজিল শিবের, ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন নেইমার।
সে সঙ্গে বাতাসে গুন্জন ডানা-মেলেছে আবার ঘরের ছেলে ফিরছে ঘরে ব্রাজিলিয়ান প্রিন্স কে দেখা যাবে ব্রাজিল লীগে।।
তবে সেটা নেইমার এর প্রথম ক্লাব সান্তোসে নয়, আল-হেলাল ছাড়লে ব্রাজিলিয়ান নাম্বার টেনের গন্তব্য হতে পারে ফ্ল্যামেঙ্গো তে।
এমন টাই জানিয়েছেন ফ্ল্যামেঙ্গো প্রেসিডেন্ট ল্যান্ডিম চার্লা।
গোড়ালির ইনজুরির কারনে দীর্ঘ দিন মাঠের বাহিরে আছেন ব্রাজিলিয়ান সুপার ষ্টার নেইমি।
ব্রাজিলিয়ান জার্সিতে মিস করেছেন সদ্য শেষ কোপা-আমেরিকাও।
ইনজুরির কারনে নেইমারের অনুপস্থিতি হারে হারে টের পেয়েছে, ব্রাজিল। নেইমার বিহীন সেলেসাওদের টুর্নামেন্টে থেকে বিদায় ঘন্টা বেজেছিলো শেষ আটেই, সুবিধা করতে পারেনি গ্রুপ পর্বেও তিন ম্যাচেও, সর্বসাকুল্যে জয় পেয়েছিলো মাত্র ১ টি তেই।
ইনজুরির অবশ্য নেইমির জন্য নতুন কিছু নয়, ইনজুরির যার বাঁধ ভেঙেছে অনেক আগেই! ইনজুরির কালো থাবায় বারবার থামতে হয়েছে, ছিটকে গিয়েছেন প্রাদ-প্রদীপের আলো থেকে।।
মেসি-রোনালদো মাসনদের ভাগ বসানোর সপ্ন নিয়ে ইউরোপে এসেছিলেন নেইমি। কিন্তুু সে সপ্ন তো আজ নেইমি আর নেইমি ভক্তদের জন্য মরিচিকায়। যে প্রতিভা আলো নিয়ে তিনি, ফুটবলে এসেছিলেন তার অর্ধেকও মাঠের ফুটবলে অনুবাদ করতে পারেননি।।
শেষ পর্যন্ত মাএ ৩১ বছর বয়সে ছেড়েছেন ইউরোপ।।
এসেছেন সৌদি ক্লাব আল-হিলালে।
কিন্তুু তবুও পেছন ছাড়েনি ইনজুরি, আল-হিলালের জার্সি পড়ে ইনজুরির কারনে মাঠে নামতে পেরেছেন মোটেই পাঁচ ম্যাচে।
প্রজন্মের তৃতীয় সেরা ফুটবলার, মাঝে খেলা হয়নাই নিজের ক্যারিয়ারের সম্ভব শেষ কোপা-আমেরিকাও।।।।
যেনো নেইমার ফুটবলে এক আক্ষেপের নাম, নেইমার আর ইনজুরি নট ইন্ডিং লাভ ষ্টোরি।।
তবে এইবার ফ্ল্যামেঙ্গো প্রেসিডেন্ট জানালেন সুখবর খুব দ্রুুতই মাঠে ফিরতে চলছে ফুটবলের অভাগা রাজপুত্র।
এবং সেটি হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে এমনটাই জানিয়েছেন
ফ্ল্যামেঙ্গো প্রেসিডেন্ট ল্যান্ডিম চার্লা।
এক পডকাস্ট কে দেওয়া সাক্ষাৎকারে, ফ্ল্যামেঙ্গো বস জানান, তিনি নিজেই নেইমারের সঙ্গে দেখা করেছেন এবং নেইমি তাকে বলেছেন আগামী সেপ্টেম্বর নাগাদ মাঠে ফিরবেন।।
শুধু নেইমারের মাঠে ফেরার বিষয়ে ইঙ্গিত দিয়ে থেমে থাকেননি, নেইমারের কে ফ্ল্যামেঙ্গো তে আনার ব্যাপারেরও কথা বলছেন ফ্ল্যামেঙ্গো প্রেসিডেন্ট ।
ল্যান্ডিম চার্লা বলেন তিনি রাস্তায় যখনই বের হোন, তখনই ফ্ল্যামেঙ্গোর মানুষ তাকে জিজ্ঞেস করেন নেইমার কে কবে তারা সাইন করাবেন।।
কিন্তুু মানুষ বুঝতে চাইনা, নেইমার সাইন করানো এতো সহজ নয়, নেইমার প্রতি বছর যে টাকা আয় করেন সেটা দিয়ে ২ টি ফ্ল্যামেঙ্গোর ক্লাব চলবে।
তবুও নেইমার এই ক্লাবে দেখার সম্ভবণা রয়েছে, কারণ নেইমার এর হৃদয়ের দ্বিতীয় সপ্নের ক্লাব ফ্ল্যামেঙ্গো।।
প্রথম টি সান্তোস।
তাই নেইমার সান্তোসে না আসলে অর্থ কে বির্ষজন দিয়ে সপ্নের ক্লাব ফ্ল্যামেঙ্গো তেই আসবেন ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা।
২০২৫ সালের গ্রীষ্ম পর্যন্তই, নেইমার এর সঙ্গে চুক্তি আছে আল-হিলালের এরপরই, নেইমার চাইলেই ফিরে আসতে পারবেন ব্রাজিলে।।