প্যারিস অলিম্পিকে নেইমার জুনিয়ার। এই সংবাদে আপনি অবাক হতেই পারেন। কেননা অনেকদিন ধরেই ইঞ্জুরির কারণে মাঠের বাইরে নেইমার জুনিয়ার। সর্বশেষ গত বছর মাঠে নেমেছিলেন ব্রাজিলের হয়ে। এই মুহুর্তে মাঠে নেইমারকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। এর পাশাপাশি এবারের অলিম্পিক ফুটবলেও নেই ব্রাজিল দল। তবে কিভাবে অলিম্পিকের আলোচনায় আসেন নেইমার।
তবে এবার নেইমার আলোচনায় আসেন সাতারকে কেন্দ্র করে। নেইমার নাকি এক সাতারুকে বার্তা দিয়েছেন, এমনটাই দাবি এক প্যারাগুইয়ান সাতারুর। লুয়ানা আলান্সো নামক সেই সাতারুর দাবি, তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনষ্টাগ্রামে ডি এম বা সরাসরি বার্তা দিয়েছেন নেইমার। মেক্সিকান ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি
লুয়ানা আলান্সো এবারের প্যারিস অলিম্পিকে সাতারে অংশগ্রহণ করেছেন। আর সেখানে সাতার থেকে অবশ্য বাদই পরেন তিনি৷ ইনএপ্রোপিয়েট সিচুয়েশন বা অগ্রহণযোগ্য পরিবেশ তৈরির জন্য অলিম্পিক থেকে বাদ পড়েন তিনি৷ তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেন এই সাতারু৷ সে জানান তিনি কোথাও থেকে বহিষ্কার হননি বা বাদ পড়েননি। সে সবাইকে মিথ্যা সংবাদ প্রচার করতে নিষেধ করেন
তবে একই সাথে নেইমার তাকে সরাসরি বার্তা দিয়েছেন এমনটাই জানান। ২০ বছর বয়সী সাতারু আলান্সো বেশ আকর্ষণীয় বটে৷ সেই আলান্সোর অন্যতম প্রিয় নেইমার। সেই নেইমারের মেসেজ পেয়ে বেশ উচ্চাসিত প্যারগুয়ের সাতারু। নেইমার তাকে ইনষ্টাগ্রামে প্রাইভেট মেসেজ পাঠান এমন দাবি করেন আলান্সো। আলান্সো বলেন “ সে আমাকে একটি ডিএম বা সরাসরি বার্তা পাঠায়৷ এটা সর্বোচ্চ আমি বলতে পারি৷ তার মেসেজ আমি রিকুয়েষ্ট বক্স থেকে পাই । বাকিটা আমি এখানে বলতে পারব না”
তবে আবারো নতুন করে আলোচনায় আসতে পারেন নেইমার ও আলান্সো৷ নেইমার এর আগে নানা সম্পর্কে ছিলেন। তবে তার সাবেক প্রেমিকার সাথে তার বিচ্ছেদের সম্পর্ক শোনা গিয়েছে৷ সর্বশেষ উড়ুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। এরপর অবশ্য ইঞ্জুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন তিনি৷ তবে তার আগে নেইমার আলোচনায় এলেন মেসেজ বার্তা পাঠিয়ে
নেইমারের ফেরার ব্যাপারে কথা বলেছেন তার আল হিলালের কোচ। তিনি জানান এই ধরণের ইঞ্জুরি থেকে ফিরতে ১০-১১ মাস লাগে। আর তাতে অনেকটা ধারণা পাওয়া যায়, খুব শীঘ্রই আবার মাঠের ফুটবলে ফিরবেন নেইমার। তবে এর মাঝে এই আলোচনায় নেইমারকে নিয়ে ভক্তদের মাঝে আলোচনার উদ্রেগ হবে।