October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ফুটবল

সম্মান কিভাবে দিতে হয় আর্জেন্টিনা শেখাচ্ছে,চিলির বিপক্ষে দলের সাথে থাকছেন মারিয়া!

আনহেল ডি মারিয়া। এ প্রজন্মের ফুটবল প্রেমিদের কাছে তিনি সাইলেন্ট কিলার হিসেবেই পরিচিত। আর্জেন্টিনার বড় বড় অর্জনে বিশাল ভুমিকা রাখা মারিয়াকে তাই সম্মান দিতে মোটেও কার্পন্য করছেন না আর্জেন্টিনার কোচ ও ম্যানেজমেন্ট!

যদিও কোপা আমেরিকার ফাইনাল জয়ের মাধ্যমেই আর্জেন্টিনার জার্সিতে খেলা শেষ করেছেন ডি মারিয়া।তবুও থাকবেন দলে।
আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আগামী সপ্তাহে।
প্রথমে বলা হয়েছিলো
সেই ম্যাচে ১১ নম্বর জার্সিতে শেষ ১১ মিনিট খেলতে পারেন ডি মারিয়া। আর্জেন্টাইন এ তারকার স্ত্রী হোর্হেলিনা এমনটাই বলেছেন দেশটির একটি রেডিও স্টেশনকে। তিনি বলেন, ‘শুনেছি তারা চায় বিদায়ী ম্যাচটা যেন সে আর্জেন্টিনায় খেলে। চিলির বিপক্ষে ১১ মিনিট সে খেলবে কি না, আমি জানি না।
তবে ভাবনাটা দারুণ। কারণ, সে এটার যোগ্য। তার ভক্তরাও তাকে বিদায় দিতে চায়। আমিও চাই।”


তবে আর্জেন্টাইন সাংবাদিক লিও প্যারাডিজো জানিয়েছে চিলির বিপক্ষে খেলবেন না ডি মারিয়া। শুধু সদ্য জয়ী কোপা আমেরিকার ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করবেন তিনি।

এদিকে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, দলের জন্য ডি মারিয়ার যে অবদান তার জন্য এমন শ্রদ্ধা পেতেই পারেন তিনি। আর্জেন্টাইন জাতীয় দলের প্রধান কোচ বলেন, ‘ডি মারিয়া প্রাপ্য সম্মান পাবেন। তিনি অধ্যবসায়ের একটি উদাহরণ- জিততে না পারলেও চেষ্টা চালিয়ে যাওয়া। তার ক্যারিয়ারটি একটি চলচ্চিত্রের মতো শেষ হয়েছে। তিনি জয়ী হন এবং স্বীকৃতি পান। জাতীয় দলের হয়ে খেলা সেরাদের একজন সে”

ডি মারিয়া ২০০৭ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয় করেন। এরপর ২০০৮ সালে মেসির সঙ্গে জয় করেন অলিম্পিক। দুটি কোপা আমেরিকা এবং একটি বিশ্বকাপ ট্রফিও আছে তার ঝুলিতে। আকাশি-নীল জার্সিতে ১৪৫ ম্যাচ খেলে ৩১ গোলও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *