অনিরাপদ পিচ : মাঝপথেই বাতিল হলো ম্যাচ
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে অনপুযুক্ত পিচের কারণে ম্যাচ বাতিলের ঘটনা ঘটেছে। রবিবার (১০ ডিসেম্বর) মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কোচার্সের মধ্যকার ম্যাচটি শুরু হলেও ৬.৫ ওভার পরই পরিত্যক্ত হয়। আউটফিল্ড অনুপযুক্ত থাকার কারণে ম্যাচ বাতিল হয়েছে অনেকবারই। কিন্তু পিচ অনিরাপদ বা বিপজ্জনক হওয়ায় ম্যাচ বাতিলের ঘটনা খুব একটা দেখা যায় না। এবাই তাই হলো বিগ […]