সময়ের আঙিনায় বেজে উঠে, বিদায়ের বাঁশি।
করে বিক্ষোভ বন্ধ করো এই সুর, বন্ধ করো এ শুধুই নিয়মের ছলনা।।
এই নিয়মের কাছে হয়তো হেরে যাচ্ছেন ব্রাজিলিয়ান মিড-ফিল্ডার ক্যাসিমারো।
কারো কাছে তো তিনি ফুটবল ইতিহাসের, সর্ব-কালের সেরা ডিভেন্সিভ বলেও পরিচিত পান।।
তবে এটা নিয়ে তর্ক-বির্তক থাকলেও রিয়াল মাদ্রিদ সর্মথকদের কাছে নির্ধাদায় স্যালুলয়েটের সুপার হিরোর চরিত্রে বসে থাকবেন।।
অবশ্য রিয়াল মাদ্রিদ ফ্যানদের কাছে, আছে তার আরও একটা পরিচিতি। অনেক তাকে পকেট ম্যান ক্যাসিমারো বলেও ডাকেন।
মূলত, লিওনেল মেসি বার্সা থাকাকালীন সময় ৯ এল-ক্ল্যাসিকোতে খুব একটা বেশি সুবুধা করতে পারেননি। যার কারণ ছিলো, সে-সময়ে মেসি কে মার্কা করতেন ক্যাসিমারো।
আর্জেন্টিনা কাপ্তান কে, সব সময় চোখে চোখে রাখতেন এই ব্রাজিলিয়ান।
আর ক্যাসিমারো চোখ পড়ায় লিওনেল মেসি খুব একটা সুবিধা করতে পারতেন না।
এলএমটেন শেষ, ৯ এল-ক্ল্যাসিকো তে কোন গোলেরও দেখা পাইনি।
আর এরপ থেকে ক্যাসিমারো কে, অনেক বলেন ক্যাসিমারো পকেটে পড়ে থাকতেন লিওনেল মেসি।।
মেসি কে আটকিয়ে দিয়ে ক্যাসিমারো শেষ নয়, বরং মাদ্রিদ জার্সিতে চারটা চ্যাম্পিয়নস লীগ জেতাতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ আবদান।।
যদিও, ২০২২-২৩ মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দেন ম্যানচেষ্টার৷ ইউনাইটেডে।।
ইউনাইটেড এসে, রেড-ডেভিলদের মধ্যে মাঠের প্রানভোমরা হয়েছেন ক্যাসিমারো।
বয়সের সাথে পাল্লা দিয়ে তিনি, ছুটেছেন তবে এবার ক্যাসিমারো ছাড়তে চলছেন ম্যানচেষ্টার ইউনাডেট।।
নতুন গন্তব্য হতে পারে, তুর্কী ক্লাব গ্যালাতেসিয়ার।।
এমন গুন্জন চলছে চারদিকে।
যদিও একবারে নয়, ক্যাসিমারো কে এক মৌসুমের জন্য, ধারে পেতে চাই তুর্কী ক্লাব টি।
এমন একটা প্রস্তাব দিয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড কে।।
ম্যানইউ তরফ থেকে এখনও হ্যা, অথবা না কিছু জানানো হয়নি।
ইংলিশ ফুটবলের দলবদলের সময় সীমা শেষ হলেও এখনও তুর্কী লীগে নতুন প্লেয়ার কেনাবেচার শেষ হয়নি আর তাই, ম্যানইউ কে প্রস্তাব দিয়েছে তুর্কী ক্লাবটি।।
যদিও তুর্কী ক্লাবে ক্যাসিমারো কে
১ মৌসুমের৷ জন্য৷ লোনে পাঠানে হয়, তাহলে হয়তো এখানে বন্ধ হয়ে যাবে ক্যাসিমারোর জন্য জাতীয় দলের দরজা।
ব্রাজিলের জার্সিতে, আর কখনো হয়তো দেখা যাবে না ক্যাসিমারো কে।
সদ্য শেষ কোপা আমেরিকা দলেও অবশ্য ছিলেন না, এই ডিভেন্সিফ মিড-ফিল্ডার।।
ব্রাজিলের হয়ে, জিতেছেন ১ টি কোপা-আমেরিকা ট্রফি।।