টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয়, তবে এরপর টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই যেন বাদ পড়ার শঙ্কা জাগে ব্রাজিল নারী ফুটবল দলের। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে ব্রাজিল। শক্তিশালী স্পেন নারী দলকে ৪-২ গোলে হারিয়েছে তারা। ফলে ফাইনালের টিকিট পেয়ে গেছে তারা। স্বর্ণজয় থেকে মাত্র এক ধাপ দূরে ব্রাজিল দল।
টুর্নামেন্টের শুরুর ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পায় ব্রাজিল নারী অলিম্পিক দল। এরপরের ম্যাচে জাপানের বিপক্ষেও এগিয়ে থেকেও হেরে যায় ২-১ ব্যাবধানে। পরের ম্যাচে আবারো হার ব্রাজিলের, এবার হেরে যায় স্পেনের বিপক্ষে। ২-০ গোলের সে হারে প্রায় বাদই পড়ে যায় ব্রাজিল। তবে সেরা তৃতীয় দল হিসেবে কোনমতে জায়গা করে পরের রাউন্ডে। সেখানেই এসে ঘুরে দাঁড়ায় তারা। ফ্রাঞ্চের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে চলে যায় সেমির মঞ্চে। আর সেখানেই গ্রুপ পর্বে হারা স্পেনের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল দল।
স্পেনের বিপক্ষে সেমির মঞ্চে শুরু থেকেই একের পর এক গোল আদায় করতে থাকে ব্রাজিল। শুরুর ৬ মিনিটে স্পেনের পারাদেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর প্রথমার্থের অতিরিক্ত সময়ে ম্যাচসেরা পর্তিলহো আদায় করেন দ্বিতীয় গোল। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৭১ মিনিটে লিয়াল করেন দলের হয়ে তৃতীয় গোল। এরপর অবশ্য এক গোল শোধ দেয় স্পেন দল। বার্সেলোনার স্ট্রাইকার সালমা পারালেলো এক গোল দিয়ে ম্যাচে ফেরানোর চেষ্টা করে স্পেপনকে। তবে ম্যাচ শেষের অতিরিক্ত মিনিটে ব্রাজিলের হয়ে চতুর্থ গোল করেন বদলি নামা কেরোলিন। এরপর একদম শেষে সালমা তার দ্বিতীয় গোল পেলেও তাতে শুধু ব্যাবধানই কমেছিল।
এই জয়ে ফাইনালে পৌছে যায় ব্রাজিল দল। স্বর্ণজয়ের মিশনে তাদের প্রতিপক্ষে আমেরিকা। এই আসরের পাচ ম্যাচের পাচটিতেই জয় পেয়েছে আমেরিকা। নারী ফুটবলেও বেশ শক্তিশালী দল তারা। সেমি ফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পা দিয়েছে তারা। সব মিলিয়ে কঠিন লড়াই অপেক্ষা করছে ব্রাজিল নারী দলের।
যেখানে পুরুষ অলিম্পিক দল অলিম্পিকেই খেলতে পারছে না, সেখানে নারী দল চলে গিয়েছে স্বর্ণজয়ের দ্বারপ্রান্তে। ব্রাজিলের ফুটবলের ঐতিহ্যের এটাই প্রমাণ, কেউ না কেউ দুসময়ে এনে দেয় সাফল্য।