২০১৯ সালে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত ভারতের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ খেলে বাংলাদেশ। সেবার টি২০ সিরিজে একটা জয় পেলেও সিরিজ হারতে হয় বাংলাদেশের। আর টেষ্ট সিরিজ সেভাবে জমাইতেই পারেনি বাংলাদেশ। সেই স্মৃতি নিয়ে পাচ বছর পর আবারো ভারত সফরে বাংলাদেশ দল।
অবশ্য এর মাঝে ভারতের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে সে সিরিজ বাংলাদেশ খেলেছে নিজেদের ঘরের মাঠে। যেখানে অডিয়াই সিরিজে জয়ও পায় বাংলাদেশ দল। তবে ভারতের বিপক্ষে সিরিজটা যখন তাদের ঘরের মাটিতে, সেটা নিসন্দেহে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।
১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর, এই টাইমলাইনের মাঝে হবে ভারতের বিপক্ষে সিরিজ। এই সময়ে টি২০ ও টেষ্ট সিরিজ খেলবে নাজমুল শান্তের দল। শেষ সিরিজটা টি২০ দিয়ে শুরু করলেও এবার ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেষ্ট ক্রিকেট দিয়ে ভারত সফর শুরু করবে বাংলাদেশ।
শেষবার ডে নাইট টেষ্ট হলেও এই সিরিজে নেই ডে নাইট কোন টেষ্ট ম্যাচ। এছাড়া বাংলা ভাষার রাজ্য পশ্চিমবঙ্গেও নেই কোন ম্যাচ। দুই টেষ্টের ভেন্যু নির্ধারণ করা হয়েছে চেন্নাই ও কানপুরকে। স্পিন সহায়ক দুই পিচেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। যেখানে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেষ্ট ম্যাচ খেলবে দুই দল। আর সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে এর আট দিন পর, কানপুরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
কানপুর থেকে টেষ্ট সিরিজ শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে ৩ ভেন্যুতে তিন ৩ টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ ট বাংলাদেশের সময় সন্ধ্যা ৭.৩০। সেখানে ৬ অক্টোবর গোয়ালিওরে প্রথম টি২০ ম্যাচে মাঠে নামবে দুই দল। এরপর রঙিন জার্সির এই ফরম্যাটের দ্বিতীয় ম্যাচে দুই দল মাঠে নামবে ২ দিন পর। ৯ অক্টোবর রাজধানী দিল্লিতে মাঠে নামবে দুই দল।
এরপর সিরিজের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ দল মাঠে নামবে ১২ অক্টোবর। হায়াদ্রাবাদে সিরিজের তৃতীয় ম্যাচ দিয়ে পর্দা নামবে এই সিরিজের। ভারত সিরিজের আগে আগে পাকিস্তানের বিপক্ষে আগষ্ট ও সেপ্টেম্বরে দুই টেষ্ট খেলবে বাংলাদেশ। এরপরই ১ সপ্তাহের মধ্যেই আবারো মাঠে নামবে ভারতের বিপক্ষে। লাল বলের ক্রিকেটে বেশ ব্যাস্ত সুচি বাংলাদেশ দলের। সব মিলিয়ে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে এসিড টেষ্টই থাকবে বাংলাদেশের।