সাইফুদ্দীন বাংলাদেশ ক্রিকেটে এক আক্ষেপ মেটাতে এসে নিজেই আক্ষেপ হয়ে আছেন।বাংলাদেশের দীর্ঘদিনের খোজে সাইফুদ্দীন সমাধান হয়ে এসেছিলেন একজন পেস অলরাউন্ডার হিসেবে। তবে খুব একটা ভাগ্য কিংবা স্বাস্থ সঙ্গ দেয়নি তার।
বরং বারবার ইঞ্জুরীতে ছিটকে গেছেন।গতবিপিএলে খেলায় ফিরে দারুন করা সাইফুদ্দীন জাতীয় দলেও ছিলেন দারুন।তবে কোচের ইচ্ছায় বিশ্বকাপে সুযোগ হয়নি তার।তবে এখনো বেশ ছন্দে আছেন এই টাইগার অলরাউন্ডার।
যুক্তরাষ্ট্রের লীগে পারাম ভার্স ক্রিকেট মাঠে আটলান্টা লাইটিংয়ের মুখোমুখি হয়েছিল আটলান্টা ফায়ার। যেখানে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করেছিল ফায়ার। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি করতে পারেনি লাইটিং।
ম্যাচের শেষ বলে জয়ের জন্য লাইটিংয়ের প্রয়োজন ছিল ৫ রান। বল হাতে ফায়ারের হয়ে ছিলেন সাইফউদ্দিন। চাপ না নিয়ে ঠাণ্ডা মাথায় দুর্দান্ত ইয়র্কার করেছেন এই বাংলাদেশি পেসার। তাতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ব্যাটার। তাতে ৪ রানের ব্যবধানে জিতেছে সাইফউদ্দিনের দল।
এই ওভারেই নয়, এর আগেও দুর্দান্ত বোলিং করেছেন সাইফউদ্দিন। সবমিলিয়ে ম্যাচে ৩ ওভার বোলিং করে ১৩ রানের বিনিময়ে শিকার করেছেন ৪ উইকেট। যা দলের হয়ে ম্যাচে সেরা বোলিং ফিগার। এর আগে ব্যাট হাতে ৫ বলে করেছেন ৬ রান। এমন পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
অবশ্য খুব সম্ভবত ভারত সিরিজেও দলে দেখা যাবেনা তাকে,কারন ২ মাসের ছুটি এখনো শেষ হয়নি।
গত মাসে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের দ্বিতীয় ম্যাচ ও তিনটি ওয়ানডের জন্য নির্বাচিত হওয়ার পর এই অনুরোধ করেন সাইফউদ্দিন। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তার খেলার কথা থাকলেও রাজনৈতিক সংকটের কারণে সময়মতো ভিসা পাননি তিনি।
কানাডায় লিগ খেলার জন্য ৮ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্রও সাইফউদ্দিনকে দিয়েছিল বোর্ড।
বিসিবির এক কর্মকর্তার মাধ্যমে ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছিলো, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দলে তানজিম হাসান সাকিবের কাছে জায়গা হারানোর পর অনাপত্তিপত্র পেয়েও কানাডায় যেতে না পারায় চরমভাবে হতাশ হয়ে পড়েন সাইফউদ্দিন।
নির্বাচক প্যানেলের একজন সদস্য ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলো, সাইফুদ্দীন
৩০ জুলাই একটি ইমেইল পাঠায়, এ টিম ঘোষণার পর। গ্লোবাল টি-টোয়েন্টি ও শেষ বিশ্বকাপে খেলতে না পারায় মানসিকভাবে হতাশা প্রকাশ করে। আগামী দুই মাসের জন্য তাকে যেন কোনও ধরনের ক্রিকেটের জন্য নির্বাচন না করা হয়, সেই অনুরোধ করেছিলো সে। তার অনুরোধ ইতিবাচকভাবে দেখেছে বিসিবিও।
গত ২৬ জুলাই পাঁজরে চোট পান সাইফউদ্দিন। তাতে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তার অংশগ্রহণ জটিল হয়ে পড়ে। বিসিবি মেডিক্যাল কমিটির এক সদস্য নিশ্চিত করেছিলো, ইনজুরির কারণে লিগ থেকে ছিটকে যাবেন এই অলরাউন্ডার। এই ধরনের ব্যথা নিয়ে লম্বা ফ্লাইট তার জন্য ঝুঁকির হয়ে যেতো।
তবে যেহেতু ইমেইল পাঠানোর তারিখ থেকে ২ মাস হিসেব করলে চলতি মাসেই ২ মাস শেষ হবে, সেক্ষেত্রে আগামী ছয় তারিখ ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে সাউফুদ্দীনকে দেখা গেলেও আশ্চর্য হবার কিছুই থাকবেনা।