গোসলের জন্য একটি পাত্রে আছেন ছোট্ট একটা শিশু,আর তাকে গোসল করাচ্ছেন লিওনেল মেসি নিজে! ছবিটির গল্প এখন সবারই জানা,তবে লামিন ইয়ামাল বললেন,লিওর সেই ছোয়ায় জাদু আছে আর লামিনের এখনো অনেক জাদু দেখানো বাকি!
সেই সাক্ষাৎকারে লামিন ইয়ামালকে জিজ্ঞেস করা হয় সেই ছবিটি সম্পর্কে,লামিন ইয়ামাল বলেন, “সেই ভাইরাল ছবিটি?সেখানে লিওনেল মেসি আমাকে তার কিছু পাওয়ার দিয়েছে,আমার এখনো অনেক কিছু করা বাকি!’
সম্প্রতি স্প্যানিশ টিভি স্টেশন ‘আন্তেনা ত্রি’কে দেওয়া সাক্ষাৎকারে মেসির সঙ্গে নিজের তুলনার বিষয়টি নিয়েও মুখ খুলেন ইয়ামাল। তিনি বলেন, ‘অনেকে আমাকে ইতিহাসের সেরা ফুটবলারের সঙ্গে তুলনা করে। এ বিষয়টি আমি উপভোগ করি। তবে আমার পক্ষে তার পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। আমি লামিন ইয়ামাল হতে চাই’
গত বছরের এপ্রিলে মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় লামিনের। এরপর কিউলসদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে স্পেনে জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের নজর কাড়েন ইয়ামাল। এরপর সেপ্টেম্বরেই জাতীয় দলে ডাক পান তিনি এবং ১৬ বছর ৫৭ দিন বয়সে লা রোহাদের জার্সিতে অভিষেক হয় এই উদীয়মান তারকার।
স্পেনের হয়ে সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করেন ইয়ামাল। দলের ইউরো জয়ে অনেক অবদান রয়েছে তার। ইউরোতে ৭ ম্যাচে ১ গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেন এই তরুণ তারকা।
স্পেন ও বার্সায় জার্সি থেকে শুরু করে সবকিছুতেই মেসিকে অনুসরন করেন তিনি।যদিও তার খেলার মধ্যে ফুটে ওঠে অন্য আইডল নেইমারের ছবি।তবে ইতিহাসের অন্যতম দুই সেরা খেলোয়াড় মেসি নেইমারকে আইডল মেনে সঠিক পথেই এগিয়ে যাচ্ছেন কিশোন লামিন।