রাফিনহা জবাব দিতে জানেন, রাফিনহারা এইভাবে আবেহলার জবান দেন।। সর্বশেষ কোপা আমেরিকার পরে ব্রাজিল দল থেকে বাদ দেয়া হয়েছিলো রাফিনহা কে। তবে সে রাফনিহা এবার দিয়েছেন বাদ দেওয়ার জবাব। অগষ্ট মাসে লা-লীগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ব্রাজিলিয়ান উইংগার।
হ্যান্সি ফ্লিকের অধীনে নতুন, মৌসুমে বার্সেলোনার হয়ে যেনো পুরাতন ম্যাজেশিয়ান রাফিনহার দেখা মিলেছে। সবশেষ মাসে, লা-লীগা তে একের পর আউট স্ট্যান্ডিং পারফরম্যান্স করেছেন।। এবং তার পরুষ্কার টা পেলেন হাতা নাতে। লা-লীগা তে বেলিংহাম এমবাপ্পে দের মত তারকা দের পিছন ফেলে, লা-লীগার প্লেয়ার অব দ্যা মান্হ নির্বাচিত হয়েছেন রাফিনহা।।।
সর্বশেষ অগষ্ট মাসে, রাফিনহা বার্সেলোনার জার্সিতে, ৪ ম্যাচ খেলে, পেয়েছেন তিনটি গোল, ও দুই টি এ্যাসিস্ট অর্থ্যাৎ মাত্র ৪ ম্যাচে ৫ গোল কন্ট্রিবিউশান করেছেন রাফিনহা।
শুধু এখানে শেষ নেই এই উইংগারের বার্সেলোনার হয়ে এই উংগারের ইমপ্যাক্ট। বার্সেলোনার হয়ে ১২ টি সুযোগ তৈরি করেছেন। যার মধ্যে আবার, ৫ টি কে ধরা বিগ চান্স।
মূলত রাফিনহার এমন প্যারফরমেন্সে লা-লীগায় পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্হান করেছে বার্সেলোনা।।
অথচ এমন ম্যাজিয়িশান রাফিনহা কে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাই ২ ম্যাচের জন্য দল ঘোষণা করেছিলো ব্রাজিল।
ব্রাজিল কে ডোবানোর জন্যই, যেনো উঠেপড়ে লেগেছেন ব্রাজিল কোচ দড়িভাল জুনিয়র।
খামখেয়ালি পণা করে মনগড়া সিদ্ধান্ত নিয়ে চলছেন, রন্ত চিনতে ভুল করছেন। সোনা খুঁজতে গিয়ে, যেনো হিরা হারিয়ে ফেলছেন। সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের, দুই ম্যাচে দল থেকে, রাফিনহা কে বাদ দেয়া যেনো সেটাই প্রমাণ করে।।
রাফিনহা হীন ব্রাজিল দুই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি। ১ টি তে জয় পেলোও, ব্রাজিলের ষ্টাইলে ফুটবল খেলতে পারেনি দড়িভালের ছেলেরা।
সেটা নিয়ে সমালোচনা শেষ হতে কি না হতেই পরের ম্যাচে প্যারাগুয়ের পাচ তারকার দেশটি হেরে বসেছে ১-০ তে।
আর এই দুই ম্যাচে রাফিনহার অভাব স্পষ্ট ফুটে উঠেছিলো। লেফট উইং যথেষ্ট গতির, অভাবে ভিনিসিয়াস রদ্রি-গো দের বিপাকে পড়তে হয়েছে।।
ইকুয়েডরের বিপক্ষে রাফিনিহার লেফট উইং খেলা
হেনরিকের না ছিলো, গতি না ছিলো সহজাত ড্রিবলিং করে ইকুয়েডরের ডিভেন্সে ভাঙার সক্ষমতা, কিংবা ডিভেন্সিফ ওয়ার্করেট কিছু ছিলো না হেনরিক এর মাঝে।
তারপর কেনো দড়িভাল রাফিনহা কে, বাদ দিয়ে রেখেছিলেন তার সদউত্তর তিনি ভালো জানেন।।।।।।
আগামী অক্টোবরে ব্রাজিল আবারো ফিরবে ইন্টারন্যাশনাল ফুটবলে সে দলে রাফিনহা কে দেখা যাবে কি না, দড়িভালই ভালো জানেন।
তবে অপাদত ইন্টারন্যাশনাল ব্রেক শেষে ক্লাব ফুটবল ফিরছে। সেখানে এই মাসেও নিজের সর্বোচ্চ টা ঢেলে দিয়ে, যায়গা করে নিতে চাইবেন রাজকীয় পাঁচ তারকার জার্সিতে।।
বলে রাখা ভালো ব্রাজিলের ম্যাজিশিয়ান খ্যাত রাফিনহা সর্বশেষ, কোপা-আমেরিকা দলে ছিলেন। এরপর শেষ দুই ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন।