মাঠের ফুটবলে রোনালদো অনন্য, খুব কম ফুটবলারই তার উচ্চতাকে ধরতে পেরেছেন। তবে জনপ্রিয়তায় রোনালদো যেন ছাড়িয়ে যান সবাইকে। যে কারণে মাঠের বাইরে ভক্তদের সাথে দারুণ সম্পর্ক রোনালদোর। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নিকট রোনালদোই সবচেয়ে বেশি জনপ্রিয়। সেটা এতটাই বেশি যে, বিশ্বের অন্য যে কাউকে ছাড়িয়ে যাবে সে জনপ্রিয়তা।
আর এর মাঝেই রোনালদো স্পর্শ করলেন জনপ্রিয়তার চুড়ান্ত ধাপ। প্রথম খেলোয়াড় হিসেবে পেলেন ১০০ কোটি ফলোয়ার্সের মর্যাদা। সকল সামাজিক মাধ্যম মিলিয়ে রোনালদোর ফলোয়ার্স এখন ১০০ কোটি। যেটা ছাড়িয়ে গেছে সবাইকে।
সোশাল মিডিয়ার একাধিক এপে রোনালদোর একাউন্ট আছে। এর মাঝে ফেসবুকে রোনালদোর ফলোয়াড় সং্খ্যা ১৭০.৫ মিলিয়ন। ইনষ্টাগ্রামে সর্বাধিক ফলোয়াড় রোনালদোর, প্রায় ৬৩৯ মিলিয়ন লোক তাকে ফলো করে। টুইটারের আপডেট ভার্সন এক্সেও রোনালদোর ফলোয়াড় সং্খ্যা ১১৩ মিলিয়ন। এর আগে ইউটিউবে ভিডিও আপ দিয়েই করেন রেকর্ড। মাত্র ৯০ মিনিটে পান ১ মিলিয়ন ফলোয়াড় বা গোল্ডেন প্লে বাটন। বর্তমানে সে সং্খ্যাটা ছাড়িয়েছে ৬১ মিলিয়নে। ৭ দিনের মধ্যেই প্রায় ৫০ মিলিয়ন ছিল যে সং্খ্যা। সব মিলিয়ে সোশাল মিডিয়ায় রোনালদোর ফলোয়ার্স ছাড়িয়েছে ১০০ কোটির সং্খ্যা। আর এমন খবর নিজেই প্রকাশ করেছেন রোনালদো।
শুধু তাই নয়, রোনালদোকে নিয়ে করা হচ্ছে আরো বিশেষ এক সম্মাননা। রোনালদো পর্তুগালের সবচেয়ে বড় তারকা। পর্তুগালের হয়ে একাধিক শিরোপা জয় করেছেন। এছাড়া পর্তুগাল ও আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ গোল তার। নিজের ক্যারিয়ারেও করেছেন ৯০১ গোল। খেলার বাইরেও মানবিক রোনালদোও বেশ এগিয়ে। শিশুদের জন্য ও অসহায় মানুষের জন্য শুরু থেকেই কাজ করে আসছেন রোনালদো। যে কাজগুলোর জন্যও সবার কাছে প্রশংসিত হচ্ছেন তিনি।
সব মিলিয়ে পর্তুগালের জন্য এক আইকনিক নাম রোনালদো। তাই তার স্মরণে এবার বিশেষ কয়েন বাজারে বের করছে পর্তুগাল। সিআর সেভেনের সাত নাম্বার জার্সির সম্মানে করা হচ্ছে সাত ইউরোর একটি কয়েন। যেখানে থাকবে রোনালদোর ছবি। সব মিলিয়েই যেন এত সম্মানে অভিভুত হচ্ছেন রোনালদো।
ফুটবল বিশ্বে নিজের ক্যারিয়ারটাকে অনন্য উচ্চতায় নিয়েছেন রোনালদো, যার প্রভাব পড়েছে অন্য ক্ষেত্রেও। যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোকে ঘিরে ভীর, রোনালদোকে এত সম্মাননা। একটা জেনারশনের আদর্শের এই বড় অংশই রোনালদোকে ঘিরে।