সেলেসাও জার্সিতে সময় টা একেবারে ভালো যাচ্ছে না ভিনিসিয়ূস জুনিয়রের। কাতার বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের কোপা আমেরিকা সবযায়গায় ব্যার্থ ভিনি, সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচেও ব্যার্থতার বিত্ত আটকিয়ে পড়েছেন। সেলেসাও সর্মথকদের হতাশ করেছেন। রিয়াল মাদ্রিদ এর সেই ভিনিসিয়ূসের দেখা মিলেনি। সাদা থেকে হলুদ জার্সির রং বদলাতেই কোন এক অজানা কারণে যেনো বদলে যান ভিনি।
সেটা নিয়ে নিন্দুুকরা ভিনিসিয়াস কে বারবারই সমালোচনার শূলে চড়িয়েছেন।।
আর বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচের পর, ভিনিসিয়াসের গায়ে ক্লাব তারকা ট্যাগ লাইন জুড়ে দিয়ে কিছু মানুষ মেতে উঠেছেন হাসি তামাশা তে।
কিন্তুু তারা কি, ভুলে গিয়েছেন লিওনেল মেসির জাতীয় দলের ক্যারিয়ারের শুরু গল্প টা।
ক্যারিয়ারের শুরুতে বার্সার জার্সি তে, স্কাই ফ্লায়িং করতে থাকা মেসি জাতীয় দলে আকাশী-নীল জার্সি গায়ে জড়ালে বারবার মাটিতে মুখ থুবড়িয়ে পরতেন।
বার্সার হয়ে হেক্সা জয় করা মেসি, যখন পুরো পৃথিবী তে নিজের নাম ব্রান্ডিং করে ফেলেছিলেন। লাউ-ব্লাউগ্রানা জার্সি তে গোল করা কে অভ্যাসে পরিণত করেছিলেন, সে মেসি কিনা আফ্রিকা বিশ্বকাপে এসে গোল বন্ধ্যাত্বই ঘুচাতে পারেননি।
হতাশায় শেষ হয়েছিলো বিশ্বকাপ,পরের বছর নিজের ঘরের কোপা-আমেরিকা তে চরম ব্যার্থ ছিলেন এলএমটেন।।
সেই টুর্নামেন্টেও গোলের দেখা পাননি। মেসি কে বলতে শুরু করা হয় ক্লাব লিজেন্ড অনেকে বলতে থাকে বার্সার নয়, মেসি শুধুই কাতালুনিয়ার।
কিন্তুু সময়ের সঙ্গে পরিণিতি হয়ে, আর্জেন্টিনার হয়েছিলেন। বয়স যত বেড়েছিলো দিন কে দিন, লাইনেল মেসি জাতীয় দলের হয়ে উঠেছেন, পারফর্মন্স করেছেন। শেষ পর্যন্ত কাতারে আর্জেন্টিনা কে বিশ্বকাপ জিতিয়েছেন।
আজ ভিনিয়িসূস কেউ শুনতে হচ্ছে এমন সামলাচোনা ভিনি জাতীয় দলের নয় ভিনি ক্লাব তারকা।
তাই হয়তো সময় নিয়ে, দিনকে দিন পরিণিতি হয়ে, ব্রাজিলের নেতা হয়ে উঠবেন ভিনি, হাঁটবেন লিওনেল মেসির দেখানো পথে।
সান্তিয়াগো ব্যার্নাবু তে যেমন আজ ভিনিসিয়াস ভিনিসিয়াস চিৎকার উঠে, তেমনি একদিন মারাকানা থেকে রিওডিও জেনোরি সব যায়গায় সমুদ্র গর্জন চলবে ভিনিসিয়াস কে ঘিরে।
ভিনিসিয়াস জুনিয়র হাত ধরে ব্রাজিলের ঘরে উঠবে
ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি পুরো দুনিয়া ভেসে যাবে, হলুদের সুনামিতে, পুরো দুনিয়া ভাসবে ভিনিসিয়ূস জুনিয়র এর সুনামি তে।।
হয়তো সেদিন আজকের নিন্দুকদের তোলা প্রশ্নের জবাব দিবেন ভিনিসিসয়াস।।।।