২০২২ এর সিপিএলের শিরোপা জিতলো জ্যামাইকা তালওয়াস।
সাকিব আল হাসানের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স যাদের কাছে হেরেছিল সেই জ্যামাইকা তালওয়াস ২০২২ সিপিএলের চ্যাম্পিয়ন। ফাইনালে বার্বাডোস রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে তারা। সিপিএলে এটি জ্যামাইকার তৃতীয় শিরোপা।
গায়নায় টসে জিতে প্রথমে ব্যাট করে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে বার্বাডোজ।
ওপেনার রাহকিম কার্নওয়াল ৩৬ আর আজম খানের ৫১ রানের উপর ভর করে এই সংগ্রহ করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন ওপেনার কেনার লুইস। ব্রেন্ডন কিংয়ের অনবদ্য ৫০ বলে ৮৩ রানের মারকুটে ইনিংস এর কল্যানে ৮ উইকেটে জয় তুলে নেয় জ্যামাইকা। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার ফাবিয়ান অ্যালেন। টুর্নামেন্ট সেরা হয়েছেন ব্রেন্ডন কিং।