বিশ্বকাপে লাতিন অঞ্চলের বাছাইয়ে একই দিনে হারলো আর্জেন্টিনা ও ব্রাজিল। উরুগুয়ের কাছে ২-০ গোলে আলবিসেলেস্তাদের হারের পর কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল।
টানা ১৪ আর বিশ্বকাপ বাছাইপর্বে টানা ২৫ ম্যাচ পর হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। এদিন ব্যক্তিগত কিছু নৈপুণ্য দেখালেও দলের জন্য গোল এনে দিতে পারেননি মেসি। গত বছরের নভেম্বরের পর এই প্রথম আর্জেন্টিনার হয়ে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসিকে কড়া পাহারায় রাখার কৌশল নিয়েছিলেন উরুগুয়ে কোচ বিয়েলসা। তাতে তিনি সফলও হয়েছেন।
ম্যাচের প্রথমার্ধে দুই দল তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ধাক্কাধাক্কিতে মেতে ছিল দুই দল। ১৯তম মিনিটে একটি ফাউলের ঘটনায় মেজাজ হারায় দুই দল। জড়িয়ে পড়ে ধাক্কাধাক্কিতে।
উরুগুয়ে ম্যাচে প্রথম গোল পায় ৪১ মিনিটে। বাঁ দিকে মলিনার কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ক্রস বাড়ান মাতিয়াস ভিনা। এরপর আরাউহোর কোনাকুনি শটে পরাস্ত হন এমিলিয়ানো মার্তিনেজ। উরুগুয়ে দ্বিতীয় গোলটি পায় ৮৭ মিনিটে। নুনিয়েজ গোল করে আর্জেন্টিনার হার নিশ্চিত করেন।
তবে এই হারের পর এখনও পয়েন্ট তালিকায় সবার উপরেই আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে খেলার ৪ মিনিটে মার্টিনেল্লির গোলে ব্রাজিল এগিয়ে গেলেও ম্যাচের ৭৬ ও ৭৯ মিনিটে কলম্বিয়ার লুইস দিয়াসের জোড়া গোলে ম্যাচ থেকে ছিটকে যাশ সেলেসাওরা।