November 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

সেঞ্চুরিতে বাবর আজমের নতুন রেকর্ড…!!

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমের কাছে  রেকর্ড ভাঙা-গড়া যেন ‘ডাল-ভাত’। ক্রিকেট মাঠেই নামলেই যেন নতুন নতুন কীর্তি গড়েন তিনি। কিছুদিন আগেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ১০০ ইনিংসে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েছিলেন বাবর। এবার নেপালের বিপক্ষে সেঞ্চুরিতে আরও এক বিশ্ব রেকর্ড গড়লেন তারকা এই ডানহাতি ব্যাটার।

বুধবার মুলতানে নেপালের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান। এদিন ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যাটিংয়ে নেমে ১৩১ বলে ১৫১ রান করে শেষ ওভারে গিয়ে থামেন বাবর। এতে আরেকটি নতুন বিশ্ব রেকর্ড গড়লেন পাক কাপ্তান। ইনিংসের হিসেবে দ্রুততম সময়ে ১৯টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

বাবরের পাশাপাশি এদিন নেপালের বোলারদের উপর তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি করেছেন ইফতিখার আহমেদও। মিডল অর্ডারে নেমে সেঞ্চুরি করেন ৬৭ বলে, তিনি অপরাজিত থাকেন ৭১ বলে ১০৯ রানে। দুই জনের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে পাকিস্তান তুলেছে ৩৪২ রান।

নেপালের বিপক্ষে ম্যাচটি ছিল বাবরের ওয়ানডে ক্যারিয়ারের ১০২তম ইনিংস। দ্রুততম ১৯ সেঞ্চুরির তালিকায় বাবর ছাড়িয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হাশিম আমলাকে। ১৯ সেঞ্চুরি করতে প্রোটিয়া সাবেক এই ব্যাটসম্যানের লেগেছিল ১০৪ ইনিংস। এ তালিকায় বাবর-আমলার পর আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি, তার লেগেছিল ১২৪ ইনিংস। এর আগে দ্রুততম সময়ে ৯৭ ইনিংসে ১৮টি সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন বাবর।

এ সেঞ্চুরি করে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির তালিকায় সাঈদ আনোয়ারের সঙ্গে দূরত্ব আরও কমালেন বাবর। পাকিস্তানি সাবেক অধিনায়ক ও ওপেনার আনোয়ারের সেঞ্চুরি ছিল ২০টি। তিনে থাকা মোহাম্মদ ইউসুফকে (১৫ সেঞ্চুরি) আগেই ছাড়িয়ে গেছেন বাবর।

এছাড়া এশিয়া কাপে বাবরের এটি প্রথম সেঞ্চুরি। ওয়ানডে সংস্করণে এ টুর্নামেন্টে এর আগে ৫টি ম্যাচ খেললেও সেঞ্চুরি বঞ্চিত ছিলেন তিনি। সব মিলিয়ে তৃতীয় পাকিস্তান অধিনায়ক হিসেবে এশিয়া কাপে সেঞ্চুরি পেলেন বাবর। তাঁর আগে এ কীর্তি ছিল শোয়েব মালিক ও শহীদ আফ্রিদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *