উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান।
শ্রীলঙ্কার বিপক্ষে ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই এবং রহমতুল্লাহ গুরবাজ। দুজন মিলে মাত্র ৬.১ ওভারের মধ্যেই তোলেন ৮৩ রান। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হওয়ার আগে ১৮ বলে ৪০রানের ঝোড়ো ইনিংস খেলেন গুরবাজ। এরপর ইব্রাহিম জাদরানকে নিয়ে আফগানদের জয়ের বন্দরে পৌঁছে দেন জাজাই। জাদরান ১৩ বলে ১৫ রান করে রানআউট হলেও জাজাই ২৮ বলে অপরাজিত ৩৭ রান করে মাত্র ১০.১ ওভারের মধ্যেই আফগানদের জিতিয়েই মাঠ ছাড়েন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। প্রথম দুই ওভারে মাত্র ৫ রান তুলতেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর অবশ্য শুরুর ধাক্কা সামলে নেন দানুশকা গুনাথিলাকা এবং ভানুকা রাজাপাকসে। পাওয়ারপ্লে শেষে লঙ্কানরা তোলে ৩ উইকেটে ৪১ রান। দানুশকা ১৭ এবং ভানুকা ৩৮ রানে আউট হলে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। শেষের দিকে চামিকা করুনারত্নে ৩৮ বলে করেন ৩১ রান। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে মোটে ১০৫ রান। আফগানদের পক্ষে তিনটি উইকেট নেন ফজল হক ফারুকি। এছাড়াও, মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবি নেন ২টি করে উইকেট।