এনামুল হক বিজয়কে একসময় ধরেই নেয়া হয়েছিল তামিম এর যোগ্য পার্টনার তবে সে কথা ধোপে টিকনে বেশি দিন। ইনজুরি আর ফর্মহিনতা দু্ইয়ের মিশেলে থমকে থেকেছেন এর পর বিপিএল এবং ডিপিএল রিতি মত রানের রেকর্ড গড়ে প্রায় ৩ বছরের লম্বা সময় পর জাতীয় দলের হয়ে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।
আসন্ন উইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বিজয়। ছবিতে উইন্ডিজ সিরিজে তার ওয়ানডে ও টি-টোয়েন্টি জার্সি। আবারো সেই ‘৬৬’ নম্বর জার্সিতে ২২ গজে দেখা যাবে বিজয়কে৷