পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক ভাবে হেরেছে আফগানস্থান।এদিন তারা নিজেদের ২য় সর্বনিম্ন ৫৯ রানে অলআউট হয়েছে। পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এই লজ্জার রেকর্ডটি করেছে আফগানরা।
দলের মাত্র দুইজন ক্রিকেটার স্পর্শ করেছেন দুই অঙ্কের ঘর।ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১৮ ও আজমতুল্লাহ ১৬ রান করেন।বাকী সবাই আউট হয়েছেন এক অঙ্কের কোটায়।এমনকি রানের খাতাই খুলতে পারেননি ৫ আফগান ব্যাটার।দলীয় ৩ রানের মাথায় আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান।এরপর হাসমাতুল্লাহ শাহিদি,মোহাম্মদ নবী,রশিদ খানরা ছিল যাওয়া-আসার মিছিলে ব্যস্ত।শেষ পর্যন্ত ৫৯ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস। আর এতেই ১৪১ রানের বড় জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।
পাকিস্তানের পক্ষে হ্যারিস রউফ একাই পাঁচটি উইকেট লাভ করেন।
এর আগে শ্রীলঙ্কার হাম্বানটোটার রাজা পাকসে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান।আফগানিস্তানের মতো পাকিস্তানের শুরুটাও হয়েছিল বাজেভাবে।ব্যক্তিগত ২ রান করে আউট হন পাক ওপেনার ফখর জামান। তিনে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম।এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৩৩ রানের জুটি গড়েন ইমাম-উল-হক।২১ রান করে আউট হন রিজওয়ান।এরপর ইফতেখার আহমেদকে নিয়ে আরো ৫০ রানের জুটি গড়েন ইমাম।ব্যক্তিগত ৩০ রানে আউট হন ইফতেখার। আর দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান আসে ওপেনার ইমাম-উল-হকের ব্যাট থেকে। শেষদিকে শাদাব খান ৩৯ ও নাসিম শাহ ১৮ রান করলে কোনোমতে ২০০ ছাড়ায় পাকিস্তান। ৪৮তম ওভারে অলআউট হওয়ার আগে তাদের বোর্ডে জমা হয় ২০১ রান।
আফগানদের পক্ষে মুজিব তিনটি উইকেট লাভ করেন।
আগামী ২৪ আগস্ট একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।