দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার দেখে ভারত। দ্বিতীয় টেস্টে দলটি দেখাল, ‘এভাবেও ফিরে আসা যায়’। কেপটাউনে সিরিজের শেষ এই টেস্টের প্রথম ইনিংসে মধ্যাহ্ন বিরতির আগেই প্রোটিয়ারা অলআউট হয়ে গেল ৫৫ রানে। মূলত, সিরাজের আগুনে পুড়েই ছাড়খাড় অবস্থা তাদের। একাই ৬ উইকেট নিয়েছেন এই পেসার।
১৯৩২ সালের পর টেস্টের কোনো ইনিংসে এত কম রানে কখনো গুটিয়ে যায়নি দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে কোনো দলেরও ইনিংসে এটি সর্বনিম্ন রান। মধ্যাহ্ন বিরতির আগে এর আগে একমাত্র ৫ উইকেট নিয়েছিলেন মানিন্দার সিং। পাকিস্তানের বিপক্ষে ব্যাঙ্গালোরে ১৯৮৭ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি। যদিও সেই টেস্টে হেরে যায় পাকিস্তান।
কেপ টাউনে এদিন শুরু থেকেই রুদ্রমূর্তি দেখান সিরাজ। ১৫ রানের মধ্যেই শুরুর চার ব্যাটারকে হারায় দক্ষিণ আফ্রিকা, এর মধ্যে একাই ৩ উইকেট নেন সিরাজ। ফেরান অধিনায়ক এইডেন মার্করাম, ডিন এলগার ও টনি ডি জর্জিকে। এর মাঝে তিস্তান স্টাবসকে ফেরান জাসপ্রিত বুমরাহ।
এরপর ডেভিড বেডিংহ্যাম ও কাইল ভেরিয়ান্নে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে সিরাজের তোপ সুবিধা করতে পারেননি। ৩৪ রানে আবারও প্রোটিয়া শিবিরে আঘাত হানেন এই পেসার। যদিও বেডিংহ্যাম আর ভেরিয়ান্নেই দক্ষিণ আফ্রিকার হয়ে দুই অঙ্কের রান স্পর্শ করেন। ভেরিয়ান্নের ১৫ রানই হয়ে থাকে দলের সর্বোচ্চ। শেষ দিকে ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেন মুকেশ কুমার। শেষ পর্যন্ত মাত্র ২৩.২ ওভারে ৫৫ রান করেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।