October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক

৪-০ তে জিতেই সন্তুষ্ট নন জাভি

পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। গোলও তো কম দেয়নি, চারবার রিয়াল মাদ্রিদের জালে জড়িয়েছে বল। আরও দুয়েকবার জড়ানোর সহজ সুযোগও এসেছিল। রিয়াল ওই তুলনায় খুব একটা চাপই তৈরি করতে পারেনি। 

জাভি হার্নান্দেজের অধীনে স্বর্ণালী বার্সার ফেরার যে বার্তা পাওয়া যাচ্ছিল, তার নমুনাই যেন দেখা গেল এল ক্লাসিকোতে। রিয়াল মাদ্রিদকে লড়াইও করতে দেখা যায়নি। যেটা আশা করেননি খোদ বার্সেলোনা কোচ জাভিও। ম্যাচশেষে তিনি বলেছেন, ‘আমরা আরেকটু কঠিন ম্যাচ আশা করেছিলাম।’

‘আমি বার্সেলোনার সবকিছুর জন্য খুব খুশি ও সন্তুষ্ট। এই ফলটা বর্তমান ও ভবিষ্যতের গতিপথ বদলে দেবে। আপনি বলতে পারেন আমরা ফিরে এসেছি। এই দিনটা উপভোগ ও উদযাপনের। সাম্প্রতিক অতীতে আমাদের আনন্দের দিন কমে এসেছে। কিন্তু আমরা ফিরেছি, এটা বলা যেতে পারে।’

রিয়ালের কাছ থেকে আরেকটু লড়াই আশা করেছিলেন বলে জানান জাভি, ‘আমরা রিয়াল মাদ্রিদের মাঠে আরেকটু শক্ত দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেছি। ম্যাচটা ছিল দৃষ্টিনন্দন আর আমরা আরও বেশি গোল করতে পারতাম। হয়তো পঞ্চম গোলটাও পেতাম। আমি রোমাঞ্চিত তারা যেভাবে খেলছে ও অনুশীলন করছে।’

‘আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল ছিলাম। এই প্রাপ্তির জন্য কাজ করছিলাম কিন্তু তাদের মাঠে বেশি ভালো থাকবো এটা আশা করিনি। আমরা আরেকটু খোলা ম্যাচ আশা করেছি। আমি খুব খুশি।’

যদিও এখনই শিরোপা জেতার ভাবনা নেই জাভির, ‘আমাদের কাজ করে যেতে হবে। এই জয়ে শিরোপা জিতে যাইনি। আমাদের শান্ত থাকতে হবে। আমরা আজকে উদযাপন করছি আর এরপর বিশ্রাম নিতে হবে ও সেভিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবতে হবে। এটা শুধুই আরও তিনটা পয়েন্ট।’

‘আমার মনে হয় না আমরা লা লিগা জিতবো। এটা খুব কঠিন। কিন্তু আজকে অনেক বড় পদক্ষেপ ছিল। প্রথমত, আমাদের অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ খেলার জায়গায় থাকতে হবে, এরপর দেখা যাক।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *