November 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

২০১৯ এর পর কোনো আন্তর্জাতিক আসরেই মাঠে নামেননি তামিম

২০১৯ ওডিআই বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ খেলেছে চারটি আন্তর্জাতিক আসর। তবে এর একটিতেও খেলেননি ওপেনার তামিম ইকবাল।

 

করোনা মহামারির কারণে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০২১ সালে। ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপে ইনজুরির কারণে খেলা হয়নি তামিম ইকবালের।

 

২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকার কারণে সেবারের এশিয়া কাপ হয় টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে ততদিনে টি-টোয়েন্টি থেকে নিজের অবসরের ঘোষণা জানিয়ে তামিম। যার ফলে সেই এশিয়া কাপে খেলতে পারেননি তিনি। একই কারণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি দেশ সেরা এই ওপেনারের।

 

সবশেষ ২০২৩ এশিয়া কাপেও ইনজুরির কারণে মাঠে নামা হয়নি তামিমের। আসন্ন বিশ্বকাপ পরিকল্পনায় নিজেকে এশিয়া কাপ থেকে সরিয়ে নিয়ে বিশ্রামে ছিলেন তিনি।

 

তবে ভাগ্যের নির্মমতায় সেই ইনজুরিই কেড়ে নিলো তার বিশ্বকাপ স্বপ্ন। ইনজুরির কারণে বিসিবি কর্তৃক ঘোষিত বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার। অথচ সবকিছু ঠিক থাকলে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কথা ছিলো তামিমেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *