October 15, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

১ রানে ২ শতক হাত ছাড়া,অলআউট শ্রীলঙ্কা দল।

অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কা দলের প্রথম দুই দিনের ভরসার নাম তবে ভাগ্যটা তার সহায় হলো না ১৯৯ রান করে সাজঘরে ফিরেছেন। 1 রানের জন্য দুইশতক রানের দ্বিতীয় রেকর্ড মিস করেছেন। ১৯৯ করতে 397 বল খেলেছেন তবে সর্বশেষ অ্যাঞ্জেলো ম্যাথুসের উইকেট নিয়ে নাঈমের ঝুলিতে ৬ উইকেট।

ভাগ্য খারাপ ছিলো বাংলাদেশেরও দ্বিতীয় দিনের চতুর্থ ওভার। বোলিং প্রান্তে খালেদ আহমেদ। ১১৯ রানে ব্যাটিংয়ে ম্যাথুজ। খালেদের লেন্থ বল তার ব্যাট ছুঁয়ে যায় লিটনের গ্লাভসে।

কিন্তু কেউই বুঝতে পারেননি এটি। খোদ লিটনও। তাই আবেদনও করেননি কোনো ফিল্ডার। উল্টো ব্যাটে লাগেনি এই হতাশা দেখা গেছে স্বাগতিক খেলোয়াড়দের চোখে-মুখে। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বল ব্যাট স্পর্শ করেই লিটনের গ্লাভসবন্দি হয়েছে।

১১৯ রানে বেঁচে যান ম্যাথুজ। এর আগের দিন ৬৯ রানে জীবন পেয়েছিলেন। তাতেই তুলে নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি। আজ শুরুতেই ম্যাথুজকে ফেরাতে পারলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় থাকতো।

৩৯৭ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা দল।

বাংলাদেশের পক্ষে সাকিব তিনটি, তাইজুল একটি আর পেস বোলারা ছিলেন উইকেটশূন্য এবং বেশ খরুচে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয় দুই  ওপেনার উইকেটে আছেন বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে ৭ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *