October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

হেরেও মন জয় করে নিয়েছেন সাকিব-মিরাজ!!

সূর্য ডুবা থেকে সূর্যের উঠা! যেখান থেকে শেষ সেখান থেকেই যেন শুরু। হ্যা, গতকাল বাংলাদেশের বোলাররা ভারতের বিরুদ্ধে যেভাবে আঁকড়ে ধরেছিলো, ঠিক সেভাবেই যেন ৪র্থ দিনের খেলা শুরু করেছিলো হোম অফ গ্রাউন্ডে। কিন্তু মাঝে দুইটি ক্যাচ মিসে যেন সবকিছু নিশ্চিহ্ন করে দেন আশ্বীন ও শ্রেয়াস অ্যায়ার! এদুজনের ক্যারিশমায় শেষ পর্যন্ত পেড়ে উঠেনি মিরাজ সাকিবরা। মিরাজের ব্যাক্তিগত ১৭ নম্বর ওভারে ১ চার ও ১ ছক্কা হাকিয়ে সব আশা ভরসা ও দুশ্চিন্তা যেন বাউন্ডারির উপারে ফেলে দিয়েছেন আশ্বিন। এর সাথে নিশ্চিত করেন ভারতের জয়। আর বিরাটদের বিরুদ্ধে আরেকটি তীরে এসে তরী ডুবানোর গল্প রচনা করেন সাকিব বাহিনী। তবে, টাইগারদের লড়াকু সামর্থে নিশ্চিত ভাবে প্রশংসা কুড়াবেন বিশ্ব ক্রিকেটে। অল্প পুজিতে বিরাট, রাহুলদের বিরুদ্ধে দারুন বোলিংয়ে ভয় ধরিয়েছিলেন ভারত সমর্থকদের। যার কারনে পুরো ম্যাচ জুড়েই ছিলো উত্তেজনায় ভরপুর।


এই ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে শান্ত – জাকির দারুন শুরুও করেন। তবে, ব্যাটারদের স্কোর বড় করার ব্যর্থতায় দারুন শুরু করেও শেষটা সুন্দর হয়নি। সাকিব, মুশফিক, লিটনরা ব্যর্থ হন বড় স্কোর করতে। অন্যদিকে , ফর্মহীনতায় ভুগতে থাকা মুমিনুল একাই লড়াই করেছিলেন প্রথম ইনিংসে। এরপর, ভারতের বিরুদ্ধে বোলাররাও ছিলেন বেশ সাবলীল। মিরাজ, তাইজুলের ঘুরনিতে দিশেহারা হয়ে পরেছিলেন রাহুল, গিল, বিরাটরা। তবে, রিসাভ প্রান্ত ও শ্রেয়াস আয়্যারের দারুন পার্টনারশীপে ঘুরে দাড়ায় ভারত। অ্যায়ারের ৮৭ ও রিসাভ প্রান্তের ৯৩ রানের উপর ভর করে ভারত প্রথম ইনিংসে ৩১৪ রান স্কোর বোর্ডে জমা করে। এরপর, ২য় ইনিংসেও ব্যর্থ হয় টাইগার ব্যাটাররা। ৮৭ রানের লিড সমাধান করতেই হারিয়ে ফেলেন ৪ উইকেট। তবে, জাকির হাসান ও লিটন দাশের ধীরতায় কিছুটা লড়াকু হয় বাংলাদেশ। জাকিরের ৫১ ও লিটনের ৭৩ রানের ইনিংসের উপর ভর করে ২৩১ রানে থামে সাকিবদের দ্বিতীয় ইনিংস। আর ভারতের কাছে আসে ১৪৫ রানের ছোট টার্গেট ।

তবে, মিরপুরের মাটিতে সাকিব মিরাজরা জানেন এটাকেও কি করে বড় বানাতে হয়। মিরাজের ঘুরনিতে তৃতীয় দিনের শেষবেলাতে লন্ডবন্ড করে দেয় ভারতকে। বিরাট, রাহুল, গিল ও পুজারাকে ফিরিয়ে জয়ের দারুন সম্ভবনা তৈরি করেন। কিন্তু নাইট ওয়াচ ম্যান অক্ষয় প্যাটেল ভয়ের কারন হয়ে দাড়ায়। ৪র্থ দিন মিরাজ দ্রুত ফিরায় তাকে। কিন্তু শ্রেয়াস অ্যায়ার ও আশ্বিন সব স্বপ্ন ধ্বংস করে দেন। এই দুজনের জুটি শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *