বিশ্বকাপ মিশনের মুম্বাই পর্ব শেষ করে এই মুহূর্তে বাংলাদেশ দল এখন পরের দুই ম্যাচের ভেন্যু কলকাতায়। তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের গন্তব্য পাল্টে গেছে। হঠাৎ দেশে ফিরে এসেছেন তিনি।
জানা গেছে, বুধবার সকালে ঢাকায় নেমে দুপুরেই মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে এসেছেন সাকিব।
মিরপুর স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের সাবেক সহকারী কোচ ও সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলনও করেছেন টাইগার অলরাউন্ডার।
বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। টানা চার হারে সেমিফাইনালে খেলার স্বপ্নও মলিন হয়ে গেছে অনেকটাই। ব্যাটে-বলে ফর্মে নেই কাপ্তান সাকিবও। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেই আউট হয়ে কোনোরকমে হতাশা লুকিয়েছেন। এর মধ্যেই তিনি ফিরলেন ঢাকা।
জানা গেছে, সাকিব দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। এরপর ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে খেলবেন তিনি।