আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে শনিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।তবে সেই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের।আর তারপর থেকেই বিসিবির ওপর ক্ষোভ প্রকাশ করছে মাহমুদুল্লাহ রিয়াদের ভক্ত সমর্থকরা।যার জের ধরে শনিবার বিকেলে রিয়াদকে নিয়ে নিজের ফেসবুক একাউন্টে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন মাহমুদুল্লাহ রিয়াদের শালিকা ও সতীর্থ মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল মান্ডি।যে স্ট্যাটাসে অন্যায় বিচার একটা ট্রেন্ড হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।
তবে মুশফিকুর রহিমের স্ত্রীর পর এবার রিয়াদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছে খোদ রিয়াদের স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টি।যেখানে তিনি উল্লেখ করেছেন গত কয়েকদিনের রিয়াদের কঠোর অনুশীলনের কথা,বলেছেন দলে তার সেক্রিফাইস নিয়েও এমনকি তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার যথাযথ কারণ বিশ্লেষনের অনুরোধও করেছেন।
জান্নাতুল কায়সার মিষ্টি তার স্ট্যাটাসে বলেন, ‘ বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানের স্ত্রী হিসেবে আমি জান্নাতুল কায়সার গর্ববোধ করি এবং আজীবন করবো যাকে কোটি কোটি মানুষ ভদ্রলোক,সৎ,ভালো মানুষ হিসেবে জানে।আলহামদুলিল্লাহ।তাকে দলের প্রয়োজনে যেখানে খুশি সেখানে নামানো হতো তাও সে কোনদিন কোন কিছু বলেননি তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা।সেই সেক্রিফাইসগুলো না করলে আজকে তার রান সংখ্যা আরো অনেক বেশি হত। সে সর্বদাই অপ্রতিবাদী ছিলেন।নিজের যোগ্যতায় সব সময় দলে জায়গা পেয়ে এসেছেন।আমি এখনো গর্ববোধ করি কেননা আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পড়েনি ভালো করে পরিসংখ্যান অনুসন্ধান করলে দেখবেন।প্রাথমিক দল থেকে কঠোর অনুশীলন করে চেষ্টা করেছেন এবং ফিটনেস টেস্টেও ফেল করেনি।তাই যথাযথ কারণ বিশ্লেষণ করে তাকে বাদ দিলে উপকৃত হতাম।’পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন রিয়াদের ভক্ত সমর্থকদের। তিনি আরো লিখেন, আমি দোয়া করি ভবিষ্যতে যাতে রিয়াদের মত আর কোন ক্রিকেটার অবহেলার শিকার না হয়,সুযোগ বঞ্চিত না হয়,সাইলেন্ট হিরো না হয়।আগামী প্রজন্মের ক্রিকেটারদের ক্ষেত্রে বিশ্রামের ট্রেন্ড বন্ধ হোক যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়। এর আগেও বিভিন্ন সময়ে ক্রিকেটারদের নানান ইস্যুতে তাদের স্ত্রীদেরকে প্রতিবাদ করতে দেখা গেছে।
ক্রিকেট
বাংলাদেশ
স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা রিয়াদ পত্নীর. . . !!
- August 12, 2023
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
শেয়ার করুন:
Related Post
আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ
টানা সিরিজ হারের বৃত্ত থেকে কেন বেরোতে পারছেনা বাংলাদেশ
December 11, 2024
আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ
রিয়াদ-সাকিবের ব্যাটে পথ দেখলো বাংলা, ২২৮ রানে থামল টাইগাররা
December 10, 2024
আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ
দেশে ফিরেছে টাইগার যুবারা; তামিম জানিয়েছেন মজার অভিজ্ঞতা!
December 10, 2024
আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ, বিশ্বকাপ ক্রিকেট
এবার কক্সবাজার ও ঢাকায় দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফি!
December 9, 2024