October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

স্বাগতিকদের হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু টাইগার যুবাদের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬১ রানের বড় পায় জুনিয়র টাইগাররা।

 

আমিরাতের মাটিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দশম আসর শুরু হয়েছে গতকাল। আট দলের এই আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও স্বাগতিক আমিরাতের সঙ্গে আছে শ্রীলংকা ও জাপান। যেখানে আজ দুবাইয়ে আইসিসি একাডেমিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ যুবারা ৪৯.৩ ওভারে ২২৮ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় আমিরাত।

 

২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আমিরাতের ব্যাটারতে ইনিংস বড় করতে দেননি মাহফুজুর-পারভেজরা। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রানে অপরাজিত থাকেন হার্দিক পাল। ২৭ রান করেন তানিশ সুরি।এছাড়া মারুফ মার্চেন্ট ২৫ রান করেন।

 

বাংলাদেশ বোলারদের মধ্যে ৪টি করে উইকেট ভাগাভাগি করেন মাহফুজুর রহমান রাব্বি ও পারভেজ রহমান জীবন।

 

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ আশিকুর ও জিশান আলমের উদ্বোধনী জুটিতে ৭৪ রানের ভালো সংগ্রহ পায়। জিশান ৫৬ বলে ৪২ রান করে আউট হয়ে গেলেও আশিকুর নিজের ইনিংস অর্ধশতক পার করে নিয়ে যান। তবে উদ্বোধনী জুটির পর আর কোনো উইকেটে অর্ধশতক পায়নি বাংলাদেশ। ৪০তম ওভারে ধ্রুব পারাশারের বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১০২ বলে ৭১ রান করেন আশিকুর।

 

বাঁহাতি এ ব্যাটসম্যানের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছয়। পারাশারের বিপক্ষে মিডল অর্ডারের কেউ হাল না ধরতে পারায় একপর্যায়ে ২০৩ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। রাফিউজ্জামান ও ইকবাল হোসেন শেষ উইকেট জুটিতে ২৫ রান যোগ করলে ৪৯.৩ ওভারে ২২৮ রানে থামে বাংলাদেশ।

 

আমিরাতের পারাশার ৪৪ রানে নেন ৬ উইকেট।

 

আগামী সোমবার জাপানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরের ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *