October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

সৌম্যকে নিয়ে যা বললেন রবীন্দ্র

ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ফসকে গেছে বাংলাদেশের হাত থেকে। তবে এখনও নাজমুল হোসেন শান্তদের সামনে ধবলধোলাই বাঁচানোর সুযোগ রয়েছে। এরপর আবার দু’দল টি-টোয়েন্টি সিরিজে লড়বে। সর্বশেষ ওয়ানডেতে প্রায় তিনশ ছোঁয়া পুঁজি নিয়েও জিততে পারেনি বাংলাদেশ। তবে ম্যাচটিতে দারুণ ব্যাটিং করা সৌম্য সরকার সবার মনোযোগ কেড়েছেন। তার ১৬৯ রান সেদিন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ডও ভেঙে দিয়েছিল। সেই রেকর্ডময় ইনিংস নিয়ে এবার কথা বলেছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।

 

ম্যাচ হারলেও বাংলাদেশ ভালো খেলেছে বলে দাবি তরুণ এই কিউই তারকার, ‘দুটি ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে। কখনও কখনও তারাই নিয়ন্ত্রণে ছিল। সৌম্য সেদিন যেভাবে খেলেছে, অবিশ্বাস্য। প্রথম ম্যাচে তো শূন্য রানে দুই ব্যাটার সাজঘরে। তারা আমাদের প্রতিনিয়ত চাপে রেখেছিল। তাদের দিনে তারা ভালো দল।’

 

একইসঙ্গে শেষ ম্যাচেও জয়ের আশা রাচিনের, ‘নেলসনে ভালো সময় কেটেছে। আশা করছি জয় দিয়েই সিরিজ শেষ করব। ফলাফল যাই হোক আমাদের প্রক্রিয়া ঠিক রাখতে হবে। নিউজিল্যান্ড দলে আমার চেয়েও অনেক ভালো খেলোয়াড় আছে। আমরা সবাই নিউজিল্যান্ডের হয়ে খেলতে চাই। যখনই সুযোগ পাব সেটা কাজে লাগাতে হবে।’

 

এর আগে ম্যাচ শেষে সৌম্যের ওই ইনিংস নিয়ে আরেক কিউই ব্যাটার হেনরি নিকোলস বলেছিলেন, ‘ফ্যান্টাস্টিক ইনিংস, সৌম্যর ইনিংসটা দারুণ। আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে সে। তার ১৬৯ রানে ভর করেই বাংলাদেশ ২৯০ রান করেছে, এটাই পুরো গল্প বলে দিচ্ছে। দুর্দান্ত ইনিংস। সে একজন কোয়ালিটি ক্রিকেটার, আজ সে এটা প্রমাণ করেছে। চার উইকেট পড়ে যাওয়ার পর মুশফিকের সাঙ্গে দারুণ একটা পার্টনারশিপ গড়ে (সৌম্য)। এই পার্টনারশিপ তাদের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সে যে শুধুমাত্র পুরো ইনিংস জুড়ে ব্যাট করেছে এমনটাই নয়, একইসঙ্গে রানও বের করেছে।’

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই হেরেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামী শনিবার (২৩ ডিসেম্বর) তারা কিউইদের মোকাবিলা করবে। এরপর দু’দল ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর নেপিয়ার ও মাউন্ট মঙ্গানুইতে মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *