লিওনেল মেসি পিএসজি ছাড়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল ক্লাব ছাড়তে পারেন নেইমারও।
শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হয়েছিল নেইমারের সাথে পিএসজির উর্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর।দুই পক্ষের সম্মতির মাধ্যমে শেষ হয় নেইমারের পিএসজি অধ্যায়।তবে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে তা নিয়ে ছিলো ধোঁয়াশা।বেতন কমিয়ে নেইমার পুনরায় বার্সালোনায় যোগ দেবেন বলে গুঞ্জন উঠেছিল।কেউ কেউ আবার নেইমারের পরবর্তী গন্তব্য হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবকে দেখছিলেন।তবে সবকিছু ছাপিয়ে ইউরোপ ছেড়ে শেষ পর্যন্ত পাড়ি জমিয়েছেন সৌদি ক্লাব আল-হিলালে।ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে দলে ভেড়াতে আল-হিলালকে ব্যয় করতে হয়েছে ৯০ মিলিয়ন ইউরো।সাথে আরো কিছু পারিপার্শ্বিক খরচ করতে হতে পারে সৌদি ক্লাবটির।
ফ্যাব্রিজিও রোমানিওর মতে, নেইমারের সাথে দুই বছরের চুক্তি করেছে আল-হিলাল।যেখানে মৌসুম প্রতি নেইমার বেতন পাবেন ১৬০ মিলিয়ন ইউরো।অর্থাৎ দুই বছরে নেইমারের বেতন বাবদ আল-হিলালকে গুনতে হবে ৩২০ মিলিয়ন ইউরো।
পিএসজির মতো আল-হিলালেও নেইমার পরবেন ১০ নম্বর জার্সি।
সোমবার তার মেডিকেল সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই সপ্তাহের শেষে নেইমারকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিবেন আল-হিলাল।
এর আগে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ফরাসি কিলিয়ান এমবাপ্পেকেও দলে ভেড়াতে চেয়েছিল সৌদি ক্লাবটি।