বিশ্বকাপে এখনও পর্যন্ত উড়ছে ভারত। প্রথম রাউন্ডে তাদের বিপক্ষে কোনো দলই পাত্তা পায়নি। তারপরও বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সতর্ক ভারতের কোচ রাহুল দ্রাবিড়। তিনি বিরাট কোহলি, রোহিত শর্মাদের তিনটি মন্ত্র দিয়েছেন, যা ঠিক ভাবে কাজে লাগাতে পারলেই বিশ্বকাপের ফাইনালে দল উঠতে পারবে বলে মনে করছেন দ্রাবিড়।
দ্রাবিড় বলেন, ‘‘প্রত্যেক ক্রিকেটারের আলাদা আলাদা শক্তি রয়েছে। সেই অনুযায়ী সবাই পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মাঠে কাজে লাগাতে হবে। তা হলেই প্রতিপক্ষকে চাপে ফেলা যাবে।’’
ক্রিকেটারদের শারীরিক ভাবে চাঙ্গা থাকতে হবে। দ্রাবিড় বলেন, ‘‘মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে। ১০০ শতাংশের বেশি পরিশ্রম করতে হবে। সেটা করার জন্য শারীরিক ভাবে চাঙ্গা থাকতে হবে। দলের সবাই সেই লক্ষ্যেই পরিশ্রম করছে।’’
শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক শক্তি বাড়ানোর কথাও বলেছেন দ্রাবিড়। ভারতীয় কোচ বলেন, ‘‘ম্যাচের মধ্যে কোনও সময় পরিস্থিতি কঠিন হতে পারে। চাপে ভেঙে পড়লে চলবে না। সেখান থেকে বার হয়ে আসার পথ খুঁজতে হবে। তার জন্য ফিটনেসের পাশাপাশি মানসিক শক্তিও প্রয়োজন। সেটাই ছেলেদের বলেছি
সেমিফাইনাল নিয়ে আলাদা চাপ নিতে নারাজ দ্রাবিড়। তাঁর কাছে এটি অন্য আরেকটি ম্যাচের মতোই। ভারতীয় কোচ বলেন, ‘‘সেমিফাইনাল বলে তো আলাদা কিছু হবে না। মাঠে নেমে যে দল ভাল খেলবে তারাই জিতবে। তাই একে আরও একটা ম্যাচ হিসাবে দেখছি। আমাদের পরিকল্পনা তৈরি। সেটা কাজে লাগাতে পারলেই বাজিমাত করব।’’
বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বে ন’টি ম্যাচের মধ্যে ন’টিতেই জিতেছে ভারত। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামবে তারা। সেই ম্যাচ জিতলেই বিশ্বকাপ জেতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন রোহিত, কোহলিরা।