December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
বাংলাদেশ

সিলেটে এএফসি কাপে মুখোমুখি আবাহনী-ঈগলস….!!

এএফসি বাছাই পর্বে আগামী বুধবার ১৬ ই আগস্ট মালদ্বীপের ক্লাব ঈগলস এর বিপক্ষে মাঠে নামবে আবাহনী লিমিটেড।সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ১৫ মিনিটে।
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কারের কাজ চলার কারণে সিলেট জেলা স্টেডিয়ামই এখন আবাহানীর হোম ভেন্যু। আর ভয়ের মাঠে তাই জয়ের বিকল্প দেখছে না আবাহনীর অধিনায়ক নবিব নেওয়াজ জীবন।তিনি বলেন, ব্যবধান যেমনই হোক ম্যাচটি আমাদের জিততেই হবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বিদেশি খেলোয়াড়দের ওপরই আস্থা রাখছেন কোচ মারিও লোপেজ।একাদশের ছয় বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে চান তিনি।তার মতে, আমি ৬ জন বিদেশি ফুটবলার নিয়েই একাদশ সাজাব।কোচ হিসেবে দলে জয়ের জন্য যে সুযোগ পাব তার লুফে নেওয়ার চেষ্টা করব।যদিও মালদ্বীপের ক্লাব ঈগলস সেই সুযোগ পাচ্ছে না।পাঁচ বিদেশি ফুটবলার নিয়েই তাদেরকে মাঠে নামতে হচ্ছে।এমনকি মালদ্বীপ জাতীয় ফুটবল দলের মাত্র চার জন ফুটবলার আছেন এই স্কোয়াডে।
এএফসি কাপের ইতিহাসে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বেশি আধিপত্য আবাহনীর।তবে সম্প্রতি বেশ কিছু বছর বাছাই পর্ব দিয়েই এএফসি কাপ শুরু করতে হচ্ছে দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটির।
ম্যাচটিকে সামনে রেখে দুদলই ইতিমধ্যে সিলেট পৌঁছে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *