আজ সিরিজ জিতবে কে পাকিস্তান না ইংল্যান্ড। ছয় ম্যাচ শেষে ৩-৩-এ সমতা। আজ সপ্তম ম্যাচ যারা জিতবে টি-টোয়েন্টি সিরিজও তাদের। পরশু ষষ্ঠ ম্যাচে বাবর আজমের রেকর্ড গড়া ৮৭ রানের হার না মানা ইনিংসে ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও ৮ উইকেটে হেরে যায় পাকিস্তান। ১৩টি চার এবং তিন ছক্কায় ফিল সল্টের ৪১ বলে ৮৮ রানের বিস্ফোরণে ১৪.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
আজকের ম্যাচ জিততে চাইবে দুই দলই।এই ম্যাচ জিতে বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা আরও ভালোভাবে নিবে দুই দলই।
ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ড এর কাছে পাত্তাই পায় নি বাবর আজমের শিষ্যরা। অঘোষিত ফাইনালে জিততে চাইবে তারা।অনেক জল্পনা কল্পনা পর ইংলিশরা পাকিস্তান সফরে আসে।এইরকম প্রতিযোগিতা মূলক সিরিজের জন্য হয়তো আবারও আসতে চাইবে বাটলার বাহিনী।