চ্যাম্পিয়ন্স লীগের চতুর্থ রাউন্ডে ম্যানসিটি ৩-০ গোলে হারিয়েছে ইয়ং বয়জকে। সেল্টিককে ৬ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এসি মিলানের কাছে হেরেছে পিএসজি, আর শাখতার দোনেস্কের কাছে ১-০ গোলে হারলো জাভির বার্সা।
ইতিহাদ স্টেডিয়ামে মাত্র এক পয়েন্ট পেলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যেত ম্যানচেস্টার সিটির। যেখানে তারা ইয়ং বয়জকে হারিয়েছে ৩-০ গোল ব্যবধানে। ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আর্লিং হালান্ড। আর প্রথমার্ধের যোগ করা সময়ে ফিল ফোডেন গোল করলে ২-০ এর লিডে থেকে বিরতিতে যায় সিট। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো গোল করেন হালান্ড। ম্যাচের ৫১ মিনিটে রিকো লিইসের বাড়ানো বলে নরওয়েজিয়ান এই স্ট্রাার বল গালে জড়ালে স্কোর লাইন হয় ৩-০। এরপর ম্যাচে আর কোন গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।
আরেক ম্যাচে সেল্টিককে রীতিমতো বিধ্বস্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ২৩ মিনিটে দাইজেন মিদার লাল কার্ডে দশ জনের দলে পরিণত হওয়া সেল্টিককে গুনে গুনে ছয় গোল দিয়েছে দিয়াগো সিমিওনের দল। ম্যাচের ৬ মিনিটে প্রথম গোল করেন গ্রিজম্যান। প্রথমার্ধের শেষ দিকে আলভারো মোরাটা ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে সেল্টিকের জালে আরও চার বার বল জালে জড়ান মাদ্রিদের এই ক্লাবটি।
ম্যান সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ জয় পেলেও এদিন পয়েন্ট খুইয়েছে পিএসজি ও বার্সালোনা। এসি মিলানের ঘরের মাঠে প্রথমে পিএসজি এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থেকে ম্যাচ শেষ করেছে ফরাসিরা। খেলার ৯ মিনিটে মারকুইনসের গোলে এগিয়ে যায় পিএসজি। তিন মিনিট পর ১২তম মিনিটে মিলানকে সমতায় ফেলান রাফায়েল লিও। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়র্ধের শুরুতে মিলানকে এগিয়ে দেন অলিভার জিরুদ। ৫১ মিনিটে তার দেওয়া গোলে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে ইতালির ক্লাবটি।
আর দানিলো সিকানের একমাত্র গোলে শাখতার দোনেস্কের কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লীগের বাকি ম্যাচের ফলাফল :
বরুসিয়া ডর্টমুন্ড ২-০ নিউক্যাসল
এফসি পোর্তো ২-০ রয়াল এনট্রপি
ক্রিভেনা জাবেদা ১-২ আরবি লাইপজিক
লাজিও ১-০ ফ্রেনউড