প্রথম টেস্টে হার ২য় টেস্ট যাচ্ছে বৃষ্টিতে ভেসে,এরই মধ্যে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো বাংলাদেশ। যেখানে নতুন এক ওপেনার সুযোগ পেয়েছেন স্কোয়াডে নেই সৌম্য সরকার।লিটন কুমার দাস আর তানজিদ তামিম স্কোয়াডে থাকলেও সৌম্যের জায়গায় স্লোয়াডে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন।
এদিকে অলরাউন্ডার হিসেবে প্রায় ১৪ মাস পরে টি-টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।তার সাথে স্পীন ডিপার্টমেন্টের অলরাউন্ডার শেখ মেহেদী,লেগ স্পীনার রিশাদ হোসাইনও আছেন।নতুন করে ডাক পেয়েছেন অ-১৯ বিশ্বকাপজতী রাকিবুল হাসান।
পেস ডিপার্টমেন্টে তানজিম হাসান সাকিব আছেন।বিশ্বকাপে আলো ছড়ানো এই তারকা প্রস্তুত আবারো রঙিন পোশাকে।সাকিব ছাড়াও তাসকিন আহমেদ আর শরিফুল ইসলাম আছে স্কোয়াডে।এছাড়া পেসারদের মধ্যে ভারতের মাটিতে সবচেয়ে কার্যকরী বোলার হতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
ওপেনার ব্যাতিত ব্যাটিংয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ,ক্যাপ্টেন শান্ত,তাওহীদ হৃদয়।এছাড়াও জাকের আলী অনিকও আছেন স্কোয়াডে।
এই স্কোয়াড নিয়েই আগামী ৬ তারিখ ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য প্রস্তুতি নিবে বাংলাদেশ!
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারকে বিদায় বলা সাকিবের পরিবর্তেই মুলত আবারো মিরাজ জায়গা পেয়েছেন দলে।
ক্রিকেট
বাংলাদেশ
সাকিব-তামিম পারভেজদের নিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড
- September 29, 2024
- 0 Comments
- Less than a minute
- 2 weeks ago