ঢাকা টেস্টের ২য় দিনে তাইজুলের ঘূর্ণিতে দুর্দান্ত শুরু করেছিলো বাংলাদেশ। তবে পান্ট আর আয়ারের বিশাল পার্টনারশিপে এগিয়ে যায় ভারত।পান্ট আর আয়ার দুজনকেই ক্যাচ মিস করে জীবন দেন মুশি-মিরাজরা।সহজ স্টাম্পিং মিস করেন নুরুল হাসান সোহান।
বড় পার্টনারশিপ ভাঙেন মিরাজ।ব্যাক্তিগত ৯৩ রানে মিরাজের বলে ফেরেন রিশাভ। এরপর সাকিবের ঘূর্ণি তে আউট হন ভারতের তিন ব্যাটার।আক্সারের পর ৮৭ রানে ব্যাট করতে থাকা শ্রেয়াস আয়ারকেও সাজঘরে ফেরান মিস্টার সেভেনটি ফাইভ। এরপর ভালো ব্যাট করতে থাকা রবিচন্দ্র আশ্বিনকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫০ উইকেট পুর্ন করেন সাকিব আল হাসান।বাকি দুই উইকেট ভাগ করে নেন সাকিব তাইজুল।
ফলে সাকিবের ৪ আর তাইজুলের ৪ উইকেটে ৩১৪ রানে অল আউট হয় ভারত।ভারত প্রথম ইনিংসে লিড পায় ৮৬ রান।
এরপর বাংলাদেশ তাদের ২য় ইনিংসে নেমে ৬ ওভার খেলে ৭ রান করে, উইকেট অক্ষত রেখে দিন শেষ করেছে।ভারত থেকে এখন বাংলাদেশ পিছিয়ে আছে ৮০ রান।