October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

সাকিব ও স্ত্রী শিশিরের ব্যাংক হিসাব খতিয়ে দেখতে চায় বিএফআইইউ

সাকিব ও স্ত্রী শিশিরের ব্যাংক হিসাব খতিয়ে দেখতে চায় বিএফআইইউ

সময়টা মোটেও ভালো যাচ্ছেনা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। মাঠ এবং মাঠের বাইরে নানা বিতর্ক যেনো গ্রাস করেছে সাকিবকে। দেশের হয়ে ক্রিকেটেও তেমন সুখকর পারফর্ম্যান্স করতে পারছেন না তিনি। এবার আর্থিক অনিয়ম খতিয়ে দেখার লক্ষ্যে সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী শিশিরের ব্যাংক হিসাব তলবের সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা না বলা, কানাডায় গ্লোবাল লিগ খেলা অবস্থায় এক দর্শকের সাথে ‘আপনি দেশের জন্য কি করেছেন’ প্রশ্ন সহ ব্যাপক বিতর্ক হোন সাকিব। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে শেষ পথে এসে সাকিবকে যেনো বিতর্ক আরো নেতিবাচিক করে তুলেছে। গেলো কিছুদিন আগে শেয়ার বাজারে শেয়ার কারসাজির মতো ঘটনায় সাকিবকে ৫০ লাখ টাকা এবং তাঁর অনলাইন ই-কমার্স কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

আরও পড়ুনঃ- বিপিএলে বরিশালের অধিনায়ক হিসেবে আবারো দেখা যাবে তামিম ইকবালকে।

তাছাড়া হত্যা মামলার আসামি হয়ে যাওয়া সাকিব আসতে পারছেন না নিজ মাতৃভূমিতে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে অবসরের ঘোষণা দেয়া সাকিব ইচ্ছেপোষণ করেছিলেন ক্যারিয়ারের সাদা পোশাকের শেষ টেস্ট খেলতে চান সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। মামলার আসামি হওয়া সাকিবের নিরাপত্তার সংশয় থাকায় সেই আশায় এখন গুড়েবালি। তবে, ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *