নিজের ২২ তম ওভারে বল করলেন সাকিব ক্রিজে থিতু হওয়া ব্যাটসম্যান সর্বোচ্চ চেষ্টা করলেন,বলে ব্যাটে করতে না পেরে লুটিয়ে পরলেন মাটিতে,আর তাকে বোল্ড করে অভিষেক উইকেট এলো সাকিবের ঝুলিতে।খেলাটা পয়েন্ট টেবিলের এক আর দুই নম্বর দলের।তাই মর্যাদার লড়াইয়ে কোনোভাবেই হার চায়না ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাব সারে।তাইতো নিজেদের শক্তিশালী করতে বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডারকে।চেয়েছিলেন অনেকদিনের জন্য তবে সাকিবের কাছে এখন জাতীয় দল আগে,তাইতো ক ম্যাচের জন্যই নিজেকে সমর্পন করেছেন কাউন্টি ক্রিকেটে।সারের হয়ে অভিষেক ম্যাচে প্রথম দিনে তুলেছেন গুরুত্বপূর্ণ উইকেটও।
সোমবার বাংলাদেশ অলরাউন্ডার সাকিবের সারেতে অভিষেক হয়। এদিন টন্টনে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের আগে তাকে অভিষেক ক্যাপ তুলে দেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচ। ইংল্যান্ডের টন্টনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং নেয় সমারসেট। প্রথম ওভারেই রোচ তুলে নেন ওপেনার লুইস গোল্ডসওয়ার্দির উইকেট। দ্বিতীয় উইকেটে আর্চি ভন ও টম ল্যামনবি মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। দুই পেসার উইকেট তুলতে ব্যর্থ হওয়াতে ১১তম ওভারে সাকিবকে আক্রমণে আনেন সারের অধিনায়ক ররি বার্নস। বাংলাদেশি তারকা জুটিটা ভাঙতে না পারলেও চাপে ফেলতে পেরেছেন। সুযোগটি দারুণভাবে কাজে লাগান সারের পেসার জর্ডান ক্লার্ক। পরের ওভারে ল্যামনবিকে আউট করেন ক্লার্ক।
এরপর অ্যাবেলকে সঙ্গে নিয়ে আর্চি ভন ৬০ রানের জুটি গড়েন। টানা বোলিং করে গেলে সাকিব পাচ্ছিলেন না উইকেটের দেখা। সমারসেটের তৃতীয় উইকেট নেন ড্যানিয়েল ওয়ারাল। ১০৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে তার শিকার হন আর্চি। চতুর্থ উইকেট চাপ বাড়াতে থাকেন অ্যাবেল ও ব্যান্টন। তবে সেট ব্যাটারের ইতি ঘটে সাকিবের বলে। সাকিবের ঘূর্ণিজাদু ব্যাটে বলে মেলাতে না পেরে বোল্ড হয়ে ৪৯ রানে সাজঘরে ফেরেন অ্যাবেল। আর তাতেই সারের জার্সিতে নিজের প্রথম উইকেটের দেখা পেয়ে যান বাংলাদেশের বাঁহাতি স্পিনার। একদম চালকের আসনে বলা না গেলেও,,খুব একটা মন্দ দিন কাটেনি সারের।