বড়িশালকে হারিয়ে নিজেদের আবারও প্রমান করলেন মাশরাফি, শান্তরা। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ২ রানে হারিয়েছে মাশরাফির সিলেট স্টাইকার্স।
নাজমুল হোসেন শান্তর ৬৬ বলে ৮৯ রানের সুবাদে সিলেট স্ট্রাইকার্স ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে।
শান্ত তার অসাধারণ ইনিংস খেলতে এক ছক্কার সাথে ১১টি বাউন্ডারি মেরেছিলেন এবং টম মুরসের সাথে ৮১ রান যোগ করেন।
বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুন করে বরিশাল। সাইফ হাসান ও ইবরাহিম জাদরানের ব্যাটে পাওয়ার প্লে’তে উড়তে থাকে সাকিববাহিনী। তবে পঞ্চম ওভারে তানজিম সাকিবকে উইকেট ছুঁড়ে দেন সাইফ। ১৯ বলে ৩১ করে এই ওপেনার ফেরার খানিক পর এনামুল হক বিজয়ও ফেরেন দ্রুত।
শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম বল ওয়াইড দিলেও ইফতিখারকে বিদায় করতে সময় নেননি রাজা। ছক্কা হাঁকাতে গিয়ে এই পেসারের তৃতীয় শিকার হয়ে ফেরেন তিনি। পরের বলে সরসরি থ্রোতে মিরাজকে আউট করেন মুশিফকুর রহিম।
শেষ ৪ বলে ১৫ রানের প্রয়োজন হলে মোহাম্মদ ওয়াসিম ও কামরুল ইসলাম রাব্বি পরের ২ বলে ২ রান নিতে সক্ষম হন। শেষ ২ বলে ১৩ রান প্রয়োজন হলে পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে রোমাঞ্চ জাগিয়ে তুলেন ওয়াসিম। এক বলে ৭ রান রান দরকার হলে ওয়াসিম বাউন্ডারি হাঁকাতে সক্ষম হন শেষ পর্যন্ত। ফলে ২ রানের জয় পেয়ে মাঠ ছাড়ে সিলেট।
বিপিএল
সাকিবের বরিশালকে হারিয়ে মাশরাফির সিলেটের জয়!
- January 24, 2023
- 0 Comments
- Less than a minute
- 2 years ago