সাকিব আল হাসানের অলরাউন্ডিং পারফরম্যান্স এর কল্যানে সিপিএলে প্লে-অফে নিশ্চিত করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সাকিব যাওয়ার আগে যে দলের জয় ছিল মাত্র একটি, টানা তিন জয়ে সেই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সই এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
ঘরের মাঠে এই ম্যাচ জিতলে, নিশ্চিত হবে শেষ চার। তা জানা ছিল আগেই। আজকে প্রতিপক্ষ ছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা, দলীয় ৬ রানে সাজঘরে ফেরেন চন্দরপল হেমরাজ।এরপর বিপর্যয় সামাল দিতে কিছুটা ধীর গতির ব্যাটিং করেন শাই হোপ।তার ব্যাট থেকে আসে ১৪ রান। শাই হোপের বিদায়ের পর উইকেট আসেন সাকিব। চতুর্থ উইকেট জুটিতে গুরবাজ ও সাকিব গড়েন ৬০ রানের জুটি।
৪২ বলে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন গুরবাজ। যার ইনিংসে ছিল ৬ টি ছক্কা। সাকিব ব্যাট হাতে করেন ২৫ বলে ৩৫।
৪টি চার ও ১টি ওভার বাউন্ডারিতে এই ইনিংস সাজান।
শেষ দিকে ওডেন স্মিথ এবং কাপ্তান হেটমায়ারের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ পায় গায়ানা।
জবাব ব্যাট করতে নেমে সাকিবের কাছেই নাস্তানাবুদ হয় শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স। সাকিব বোলিং আসেন ইনিংস এর ৫ম ওভারে টিম।সাইফার্টকে এলবিডব্লু করে ১ রানে ওভার টা শুরু করেন।
সাকিবের তৃতীয় ওভারে ফেরে ভয়ংকর আন্দ্রে রাসেল।
শেষ পর্যন্ত সাকিব ২০ রানের খরচায় নেন ৩ উইকেট। ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করে ম্যাচ সেরা হোন বাংলাদেশি এই অলরাউন্ডার।