গত বছর ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রেগ ব্রাফেট সে সিরিজে অধিনায়ক ছিলেন ক্যারিবিয়ানদের। বাংলাদেশের মাটি থেকে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে দেশে ফিরেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ব্রাফেট মনে করেন, সেই সিরিজ হার মনে রেখেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজেও এবার যেহেতু দুই টেস্টের সিরিজ, তাই ফেব্রুয়ারিতে হেরে যাওয়া সিরিজের শোধ নেওয়াই লক্ষ্য হবে সাকিব আল হাসানের দলের। কাল সংবাদমাধ্যমকে এমন কথাই বলেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
অ্যান্টিগায় আজ শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তার আগে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দুই টেস্টেই হেরেছে বড় ব্যবধানে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও ইয়াসির আলীকেও পায়নি বাংলাদেশ। ব্রাফেট মনে করেন, বাংলাদেশ এরপরও লড়াই করবে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তাই সাকিবের দলকে হালকাভাবে নেওয়ার কিছু নেই।