ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
আর তার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেছে বাংলাদেশের বোলাররা। যদিও শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের।
প্রথম ওভার থেকেই দুই ইংলিশ ওপেনার বাটলার ও ফিলিপ সল্ট চড়াও হন টাইগারদের ওপর।পাওয়ারপ্লেতে দুজনে তোলেন ৫১ রান।
তবে বাংলাদেশের ফিল্ডাররা সহজ ক্যাচ মিস না করলে ঘটনা অন্যরকমও হতে পারতো।দশ ওভারে ৮০ রান তুলে উদ্বোধনী জুটি ভাঙে ইংল্যান্ডের। ফিলিপ সল্টকে ৩৮(৩৫) লিটন দাসের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান নাসুম।
তিনে নামা ডেভিড মালানকে ফেরান সাকিব।ক্রিজে নেমেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকা ডাকেটকে ২০(১৩) বোল্ড করেন মোস্তাফিজ।
তবে ইংলিশ অধিনায়ক বাটলারকে থামানো যাচ্ছিলোনা কোনোভাবেই।
৪২ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলা বাটলারকে ফেরান হাসান মাহমুদ। এরপর ইংল্যান্ডের আর কোনো ব্যাটার তেমন সুবিধা করতে পারেনি।বাংলাদেশি বোলারদের দৃঢ়তায় শেষ চার ওভারে মাত্র ২১ রান নিতে পেরেছে ইংলিশরা।
আর তাতে ২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছে ১৫৬ রান।বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন।
রান তাড়ায় শুরুটা অবশ্য দারুণ করেছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ চার ওভারে এক উইকেটে ৩৭ রান।ক্রিজে আছেন লিটন দাস ১১(৭)* ও নাজমুল শান্ত ৪(৩)*।১৪ বলে ২১ রান করে আউট হয়েছেন রনি তালুকদার।