একটা ওয়ানডেতে যেখানে ৩০০ রান করতে পারলেই দলগুলো নিজেদের অনেকটা নিরাপদ ভাবে, সেখানে একজন ব্যাটসম্যানই কিনা করলেন অপরাজিত ৩০৯ রান! এই বিরল কীর্তির মালিক অস্ট্রেলিয়ার ব্লাইন্ড দলের ওপেনার স্টেফান নেরো।
এটাই ব্লাইন্ড ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক; এর আগে সর্বোচ্চ রানের মালিক ছিলেন পাকিস্তানের মাসুদ। ১৯৯৮ সালের জানুয়ারিতে এই পাকিস্তানি ব্যাটসম্যান করেছিলেন অপরাজিত ২৬২ রান।
এই নিয়ে টানা তিন ম্যাচের করলেন সেঞ্চুরি। কমনওয়েলথ ব্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট ইনক্লুশন সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচে ৫২৩ গড় এবং ২২৪.৫ স্ট্রাইক রেটে করেছেন ৫২৩ রান!