রোববার দুবাইতে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে আবারো মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন সময়ের দুই সেরা। টি-টোয়েন্টিতে এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছেন। দুই অধিনায়্ইক ফিফটির দেখা পেয়েছিলেন।
আপাতত এক ম্যাচের পরিসংখ্যানকে এক পাশে রেখে মর্ডান ক্রিকেটের সময়ের সেরা দুই অলরাউন্ডারের টি-টোয়েন্টি পারফর্ম্যান্সে চোখ রাখা যাক, ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে একশো ম্যাচের অপেক্ষায় থাকা কোহলির গড় পঞ্চাশের বেশি। এক সময় পঞ্চাশের বেশি গড়ের মালিক বাবরের গড় কোহলি থেকে পাঁচ কম। স্ট্রাইক রেটেও বেশ এগিয়ে ইন্ডিয়ান সুপারস্টার। বাবরের ক্যারিয়ারে সেঞ্চুরি থাকলেও কোহলির নেই। বাবর যেখানে প্রতি আড়াই ইনিংসে এক বার পঞ্চাশের দেখা পান, সেখানে কোহলি নেন তিন ইনিংস।