বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সবাই ভেবেছিল মাশরাফিকে দেয়া হতে পারে মন্ত্রণালয়ের কোন দায়িত্ব। এমন কি অনেকেই ভেবেছিল ক্রিড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ম্যাশ কিন্তু তা হয়নি। তবে নিরাশও করা হয়নি দুই বারের নির্বাচিত সংসদ সদস্য মাশরাফিকে, ম্যাশ পেলেন সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রথম বারের মতো হলেন সংসদের হুইপ। দ্বিতীয়বার এমপি হয় ম্যশের দায়িত্ব বেড়ে গেছে বলা চলে। ক্রিকেট মাঠে শেষের দিন গুনছেন ম্যাশ রাজনীতির মাঠে পরিপক্ব হয়ে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাজনীতির মাঠে দিন যত গড়াচ্ছে ম্যাশ ততটাই দক্ষ হয়ে উঠছেন, মাশরাফির এলাকায় তাঁর হাত ধরে যথেষ্ট উন্নতি হয়েছে সেই পুরস্কার সরূপ দ্বিতীয়বারও
তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সাধারণ জনগণ। আর এর পর ম্যাশকে মূল্যায়ন করা হয়েছে তাঁর দল আওয়ামী লীগ থেকেও। সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বভার উঠবে ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়ান মাশরাফির উপর। ম্যাশ কতটা ভালোভাবে ম্যাশ তা পালন করতে পারেন সেতাই দেখার বিষয়। নতুন দায়িত্বে মাশরাফির পথচলা সুন্দর হোক এটাই কামনা করছি।
ক্রিকেট
বাংলাদেশ
বিপিএল
সংসদের হুইপ হলেন মাশরাফি বিন মর্তুজা।
- January 22, 2024
- 0 Comments
- Less than a minute
- 9 months ago