বিশ্বকাপ শুরুর আগে থেকেই ইনজুরি জর্জরিত ছিল শ্রীলঙ্কা। ওয়ারিন্দু হাসারাঙ্গার মতো গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করেছেন। মাহেশ থিকসেনাও বিশ্বকাপে এসেছেন কিছুটা ইনজুরি নিয়েই। বিশ্বকাপের মাঝপথে লংকানদের নিয়মিত অধিনায়ক দাশুন শানাকা ইনজুরির কারণ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
এবার আরও এক লংকান ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। তিনি পেসার মাহিরেশ পাথিরানা।প্রথমে ধারণা করা হয়েছিল এক-দুই ম্যাচ পর সেরে উঠবেন পাথিরানা। কিন্তু তা আর হলোনা। এবার বিশ্বকাপের পুরো সময়ের জন্যই ছিটকে গেলেন তিনি।
পাথিরানার বদলি হিসেবে লংকানদের স্কোয়াডে যুক্ত হয়েছেন অভিজ্ঞ এন্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডের সাথে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে কিছুদিন আগে যোগ দিয়েছিলেন এই অলরাউন্ডার। পাথিরানার ইনজুরিতে এবার মূল স্কোয়াডে সুযোগ হলো তার।
গত জুনে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজে দীর্ঘ বিরতির পর ম্যাচ খেলেছিলেন ম্যাথুস। এরপর জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে খেলেন টেস্ট ম্যাচ। কিন্তু পারফরম্যান্স ধারাবাহিক না হওয়ায়, বিশ্বকাপ দলের বিবেচনাতেও সেভাবে ছিলেন না।
আগামী ২৬শে অক্টোবর, ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।