হারাতে পারলেই পাকিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারতো বাংলাদেশের মেয়েরা। তবে শেষ ম্যাচে তাদের কাছে ৩১ রানে হেরেছে টাইগ্রেসরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের ১৩২ রানের বিপরীতে ১০১ রানে থামে বাংলাদেশের ইনিংস।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সুমাইয়ার উইকেট হারায় বাংলাদেশ। এরপর সেভানাকে সঙ্গে নিয়ে শামীমা গড়েন ৩৩ রানের জোট। ব্যক্তিগত ১৭ রানে আউট হন সোভানা। শামীমার ব্যাটে আসে সর্বোচ্চ ২৬ রান। এরপর মিডল অর্ডারের ব্যর্থতায় হুড়মুড়িয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষের দিকে শরীফা ১৮ ও রাবেয়া ১১ রান করলে কোনোমতে ১০০ পেরোয় টাইগ্রেসরা। সবমিলিয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানে থামে বাংলাদেশের ইনিংস।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আমিনের উইকেট হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ১০৬ রানের জুটি গড়েন মুনিবা আলী ও মারুফ। অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থেকে মারুফ আউট হলেও ৬১ রান করেন মুনিবা। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৩২ রান করে পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে তৃষ্ণা দুটি উইকেট লাভ করেন।
শেষ ম্যাচ হারলেও প্রথম দুটিতে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ।