এশিয়া কাপ শুরু হতে বাকি আছে সপ্তাহ খানেকের চেয়ে কম সময়।আগামী ৩০শে আগস্ট পাকিস্তানের মাটিতে শুরু হচ্ছে এশিয়া কাপ। উক্ত টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের ঘোষিত দলে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শনিবার এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম।
জানা গেছে, এশিয়া কাপের ১৭ সদস্যের দলে সৌদ শাকিলকে যোগ করেছে পাকিস্তান। শাকিলের অন্তর্ভুক্তিতে মূল দল থেকে ছিটকে গেছেন তৈয়ব। তবে রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকবেন তিনি।
এর আগে, ৯ আগস্ট প্রথম দল হিসেবে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছিল পিসিবি। পিসিবির নতুন প্রধান নির্বাচক ইনজামাম উল হক এই দল ঘোষণা করেন। দুই বছর পর দলে ডাক পান ফাহিম আশরাফ। দলে পেস অলরাউন্ডার হিসেবে আশরাফকে নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।
এশিয়া কাপের জন্য পাকিস্তানের স্কোয়াড :
আবদুল্লাহ শফিক, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাম উল হক, সৌদ শাকিল, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, রিজওয়ান (উইকেটরক্ষক), এম ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, আগা সালমান, শাহীন আফ্রিদি, শাদাব খান, উসামা মীর।