আজ ২৮ জানুয়ারী শনিবার দুপুর ৩টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামে বসুন্ধরা কিংস।
বসুন্ধরা কিংস এ্যারেনাতে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে আজ ৩-১ গোলে জয় তুলে অপরাজিত তকমা ধরে রাখলো বসুন্ধরা কিংস।
ম্যাচের প্রথমার্ধে কোন গোল না হলে,দ্বিতীয়ার্ধে রবসনের ২ গোল এবং গফুরভের করা এক গোলে ৩-১ এ মাঠ ছাড়ে দলটি।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি তিন দল। দল গুলো বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, তবে আবাহনী ও শেখ জামাল ৩ ম্যাচ করে ড্র করলেও বসুন্ধরা কিংস ৭ ম্যাচে ৭ জয় তুলে নিয়েছে। ৭ ম্যাচে কিংসের পয়েন্ট ২১, সমান ৭ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৫, শেখ জামালের পয়েন্ট ৬ ম্যাচে ১২।
বাংলাদেশ
শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে বসুন্ধরার জয়!
- January 28, 2023
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
শেয়ার করুন:
Related Post
নারী ক্রিকেট, বাংলাদেশ
আয়ারল্যান্ড নারীদের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ের শুরু টাইগ্রেসদের
November 27, 2024
আইপিএল, আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ
বাংলাদেশের শূণ্য-আফগানদের ৭ জন কোথায় পিছিয়ে গেল টাইগাররা?
November 26, 2024