এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে নাটকীয়ভাবে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও অাগের ম্যাচগুলোর মতো এদিনও বাংলাদেশের টপ অর্ডার ছিলো ব্যর্থ।৫৯ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ ম্যাচে ফেরে সাকিব ও হৃদয়ের জুটিতে।তারপরও ১৯০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। সেখান থেকে নাসুম ও শেখ মাহেদী আবারো দলের হাল ধরেন।
ম্যাচ শেষে টাইগারদের হেড কোচ চান্দিকা হাথুরাসিংহের কণ্ঠে শেখ মাহেদীকে নিয়ে প্রশংসা করতে শোনা গেলো।
ব্যাট হাতে শেষদিকে ২৩ বলে ২৯ রান করার পাশাপাশি বল হাতেও মাহেদী বেশ কার্যকরী ছিলেন।৯ ওভারে ৫০ রান খরচায় নেন ২ উইকেট।
মাহেদীকে নিয়ে হাথুরাসিংহে বলেন, মাহেদীকে নিয়ে আমি অনেক খুশি। ওর মানসিকতা ও বোলিংয়ে আত্মবিশ্বাসের ছাপ ছিল। এই ম্যাচে এক ওভারে অনেক রানও দিয়েছে। তবে আমি বলবো সে আমাদের ম্যাচেও ফিরিয়েছে। যখন (শুভমান) গিল ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছিল। ওকে দেখে আমি খুবই খুশি। অলরাউন্ডার মেহেদীকে যদিও ততটা দেখা হয়নি আমার। তবে ওর আজকের পারফরম্যান্স ভালোলাগার।’
কিছুদিন আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্মের দরুন দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পান মাহেদী।