December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ

শুভ জন্মদিন শাহরিয়ার নাফীস আহমেদ

শাহরিয়ার নাফীস আহমেদ। বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যান। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স ম্যানেজার।

ক্রিকেটের শুরুটা বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ২০০৫ সালে। ইংল্যান্ডের মাটিতেই সেবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৫ রান করে হয়েছিলেন ম্যাচ সেরা। একদিনের আন্তর্জাতিক, টেস্ট ক্রিকেট, টি-টোয়েন্টি সহ নাফিস খেলেছে দু’দুটি বিশ্বকাপ। তবে ২০০৬ ছিল নাফীসের জন্য গৌরবোজ্জ্বল বছর।

২০০৬ সালে নাফীস প্রথম বাংলাদেশি হিসেবে এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করার গৌরব অর্জন করেছিলেন। শুধু তা নয়; আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়, বিসিবির সেরা খেলোয়াড়, সেরা ব্যাটার সহ গ্রামীন ফোন ও প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব হয়েছিলেন তিনি।

১৩ ফেব্রুয়ারি ২০২১। সব ধরণের ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন শাহরিয়ার নাফিস আহমেদ।
আজ জাতীয় দলের একসময়কার দুর্দান্ত বাঁহাতি এই ওপেনারের জন্মদিন। শুভ জন্মদিন Shahriar Nafees ।

Sports Times পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *